বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
فَصْلٌ سُؤْرُ الْآدَمِيِّ وَالْفَرَسِ وَمَا يُؤْكَلُ لَحْمُهُ طَاهِرٌ.
وَالثَّانِي مَكْرُوهٌ وَهُوَ سُؤْرُ الْهِرَّةِ وَالدَّجَاجَةِ الْمُخَلَّاةِ، وَسَوَاكِنِ الْبُيُوتِ، وَسِبَاعِ الطَّيْرِ. وَالثَّالِثُ نَجِسٌ وَهُوَ سُؤْرُ الْخِنْزِيرِ وَالْكَلْبِ وَسِبَاعِ الْبَهَائِمِ-
মানুষ বা ঘোড়ার ঝুটা পবিত্র। বিড়াল, নাপাকি ভক্ষণকারী মোরগ,ঘরের বসবাসকারী অন্যান্য প্রাণী এবং হিংস পাখির ঝুটা মাকরুহ। খিনযির বা কুকুর এবং হিংস প্রাণীর ঝুটা নাপাক।(আল এখতিয়ার লি- তা'লিলিল মুখতার-১/১৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু কাঠবিড়ালি হিংস প্রাণীদের মধ্য থেকে, তাই তার গোশত এবং মুখের লালা নাপাক। সুতরাং কাঠবিড়ালি যদি কাঠাল খেয়ে নিচে ফেলে দেয়, তাহলে বুঝা যাবে যে, উক্ত কাঠালের দানাতে কাঠবিড়ালির লালা লেগে আছে, তাই উক্ত কাঠাল দানা নাপাক হিসেবে বিবেচিত হবে।সুতরাং যদি তা পায়ে লাগে, তাহলে পা নাপাক হিসেবে বিবেচিত হবে।
পা বা জুতাকে ধৌত করতে হবে।