আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লা। এই দুইটার উত্তর একটু জানাবেন
https://ifatwa.info/48042/
১।এইখানের উত্তরে আপনি বলেছেন চার মাসের ভেতর সহবাসের ইচ্ছে প্রকাশ করলে তালাক হবে না। হ্যা ওই মেয়েটার স্বামী প্রায় সময় এসব কথা বলত।মানে চাইত।আগের কথা তহ ওর মনে সন্দেহ আসতেছে ঠিক ৪ মাসের মধ্যে চেয়ছে কিনা ওর সিওর মনে নেই।তবে প্রায় সময় চাইত,মানে ফোনে বলত আর কি।সহবাস করার বিষয়ে প্রায় সময় বলত স্বামী ওর।এমনকি মাঝে মাঝে স্ত্রী বিরক্ত হয়ে যেত। এতে কি কোন সমস্যা হবে কারন ওর মনে নেই ঠিক ৪ মাসের ভেতর কিনা।কিন্তুু ওর বেশি মনে হয় ৪ মাসের ভেতরই বলেছে কারন ওর স্বামী প্রায় বলত এই বিষয়ে।
২।বিয়ে আবার পরে করবে মানে ২ -৩ বছর পর।যখন নামিয়ে নিয়ে যাবে।এখন ওরা দেখা করলে কি কোন সমস্যা হবে? স্বামী দূরে থাকে তহ ২-১ মাস পর আসে ওর সাথে বাইরে দেখা করে,কিছুক্ষণ একসাথে থাকে ইত্যাদি।
৩।কোন স্ত্রী যদি মুক্তি দাও বলে স্বামীকে আর সেটা যদি স্ত্রী তালাকের উদ্দেশ্য ছাড়া বলে থাকে তাহলে কি তালাক চাওয়া বুঝায়? মানে স্বামীর কিছু আচরন দ্বারা বা কথা দ্বারা স্ত্রী কস্ট পেলে।আর সেই কস্ট না দেওয়ার ইন্গিতে সেই কস্ট গুলো থেকে মুক্তি চাইলে বা সেই কস্ট গুলো না দেওয়ার জন্য এমন বললে কি সেটা তালাক চাওয়া বুঝাবে? স্ত্রীর মনে যদি তালাক চাওয়ার কোন উদ্দেশ্যেই না থাকে তাহলে?