বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
আমাদের সাথে সর্বদা একটি শয়তান থাকে, হাদীস শরীফে তাকে কারীন জ্বীন বলা হয়েছে।
হাদীস শরীফে এসেছেঃ
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ : مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ اِلَّا وَقَدْ وُكِّلَ بِه قَرِينُه مِنْ الْجِنِّ وَقَرِينُه مِنَ الْمَلَائِكَةِ قَالُوا : وَإِيَّاكَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ : وَإِيَّايَ، وَلَكِنَّ اللهَ أَعَانَنِيْ عَلَيْهِ فَأَسْلَمَ فَلَا يَأْمُرُنِي اِلَّا بِخَيْرٍ. رَوَاهُ مُسْلِمٌ
ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার একটি জিন্ (শায়ত্বন (শয়তান)) ও একজন মালাক (ফেরেশতা) সঙ্গী হিসেবে নিযুক্ত করে দেয়া হয়নি। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! আপনার সাথেও কি? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আমার সাথেও, তবে আল্লাহ তা‘আলা আমাকে জিন্ শায়ত্বনের (শয়তানের) ব্যাপারে সাহায্য করেছেন। ফলে সে আমার অনুগত হয়েছে। ফলে সে কক্ষনও আমাকে কল্যাণকর কাজ ব্যতীত কোন পরামর্শ দেয় না।
(সহীহ : মুসলিম ২৮১৪, আহমাদ ৩৮০২, সহীহ ইবনু হিব্বান ৬৪১৭, সহীহ ইবনু খুযায়মাহ্ ৬৫৮।)
,
বিস্তারিত জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কারিন জিন আর ইবলিস শয়তান এক নয়।
তবে সেও শয়তানের দলের সদস্য।
(০২)
ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন শয়তান থাকে,এ সংক্রান্ত স্পষ্ট ভাবে কুরআন হাদীসে পাইনি।
তবে একটি কিতাবে আছে যে,
ইবলিশ শয়তানের ৯টি সন্তান রয়েছেঃ
জালিতুন : বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে, আর নিজের পতাকা গেড়ে থাকে।
ওয়াসিন : মানুষদের আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত থাকে।
লাকুস : অগ্নি পূজারিদের সঙ্গে থাকে।
আওয়ান : শাসকদের সঙ্গে থাকে।
হাফফাপ : মদ্যপায়ীদের সঙ্গে থাকে।
মুররাহ : গান-বাজনাকারীদের সঙ্গে থাকে।
দাসিম : ঘরের মানুষদের ভালো কাজ থেকে বিরত ও খারাপ কাজের আদেশ দেয়।
ওয়ালহান : অজু, নামাজ ও অন্য ইবাদতে কুমন্ত্রণা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে।
(আল মুনাব্বিহাতি লিল আসকালানী, পৃষ্ঠা : ৯১)
(০৩)
হাদীস অনুসারে একটি করে সার্বক্ষনিক শয়তান থাকে।
(০৪)
সেগুলো ইবলিসের সন্তান,সন্তানের সন্তান,,, ইত্যাদি।
সেগুলোর মধ্যে সদস্য রুপে কিছু জীনও রয়েছে।
(০৫)
মূলত এটি তার নাম নয়।
তবে অবাধ্যতার পর তার নাম ইবলিশ শয়তান হয়েছে।