২৷আমার জা একটি চাকরি করেন যা ইসলামের দৃষ্টিতে হারাম,উনি জন্ম নিয়ত্রণ সম্পর্কিত কাজ করে থাকেন , জন্ম নিয়ত্রণ উৎসাহ,করা এগুলোই উনার কাজে ,স্থায়ীটা কম ,অল্প মেয়াদি বেশি এখন আমাদের জয়েন ফ্যামিলি ,আমার শ্বশুরে পেনশনের টাকা,উনার বেতন যখন আমরা শশ্বরবাড়ি যাই তখন আমার জাওজ বাজার করে এখন উনাদের সাথে থাকা কি আমাদের জন্য হালাল হবে ??
৩৷সরকারি চাকরীজীবিদের প্রবিডেন ফান্ডে নূন্যতম 5% টাকা রাখতেই হয় যার সাথে সুধ যুক্ত হয় পেনশন কিংবা যে কোনো সময় এই টাকা তুলা যায় , এখন এই টাকার শুধ টা কি হালাল হবে আমাদের জন্য ?? হারাম হলে ঐ শুধের টাকা কি করণীয় ??