আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ,শাইখগণ।
আমি একটা এডমিশন টেস্টে কোয়ালিফাই না করার ফলে,অনেক মানসিকভাবে ভেঙে পড়ে।শারীরিক মানসিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে যাই। ঐ সময় আমি রাগে গর্জে,বলেছিলাম যে আল্লাহ তো নাই,নাহলে আমার এ অবস্থা কেন? ঠিক কী বাক্য বলেছি মনে নেই,কিন্তু এরকম কোনো কথাই হবে,আল্লাহর ব্যাপারে।আমি মানিনা,আমি বিশ্বাস করিনা,নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এসব বলে যাই।হুবহু বাক্যগুলো মনে না করতে পারার জন্য আফওয়ান হুজুর।
এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার প্রদত্ত হিদায়াতে আমি দ্বীনি বুঝ পেয়ে যাই,পর্দা শুরু করি শরয়ীভাবে,যেই আমার আল্লাহর প্রতি ক্ষোভ প্রচন্ড হয়ে ছিলো,সেই আমি সম্পূর্ণরুপে আল্লাহর দিকেই ফিরে আসি,গুনাহ থেকে বাচার চেষ্টা করি,ছোটখাটো হারাম হালাল ও মেনে চলার চেষ্টারত থাকি।মোট কথা দ্বীনি চেতনা আসে। এরপর আমি নিজেকে হিফাজাত করতে ও আরও নিজেকে পর্দায় নিয়ে যাওয়ার জন্য,পরিবারের মাধ্যমে বিবাহ করি।দেড় বছর হলো বিয়ের। এখন আমার প্রশ্ন হলো, আমি যে এডমিশনের সময় ঐ ধরনের কথা বলেছিলাম,তাতে যদি ঈমান চলে গিয়ে থাকে,আমার বিবাহ কী ঠিক আছে তাহলে? উল্লেখ্য,ঐ এডমিশন এর কয়েক বছর পর আমার বিয়ে হয়েছে,এর মধ্যে আমি অনেক অবনত সুরে বলেছি যে,আমি তখন কেন এভাবে আল্লাহকে নিয়ে কথা বলেছিলাম।আমি অনেক বড় ভুল করেছি। এভাবে অনুতপ্ত হয়েছি নিজে নিজে। কিন্তু কালিমা শাহাদাত বলে নাকি পুনরায় ঈমান আনতে হয়,এ সম্পর্কে আমার কোনো ইলম ছিল না।জানা না থাকায় আমি এভাবে কালিমা পড়িনি। এখন আমি কী করবো? খুব হতাশায় রয়েছি আমি।অনেক আমল করেছি,আল্লাহকে ডেকেছি কয়েক বছর।কিন্তু বিশেষভাবে কালিমা শাহাদাত বলে ঈমান আবার আনতে হয় বা এমন কিছু...এগুলো তো আমার জানা ছিলো না।এখন তো বিয়ের দেড় বছর চলছে।আমার জাওয কী তাহলে একজন কাফির নারীকে বিয়ে করেছেন? আমি কী করবো শাইখ!!!!এতদিন পর এসে আমার এটা মনে হচ্ছে!