বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
আল্লাহ তা'আলার ঘোষনা
وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلاَّ بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللّهُ مَن يَشَاء وَيَهْدِي مَن يَشَاء وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
আমি সব পয়গম্বরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি, যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা, পথঃভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়।(সূরা ইবরাহিম-৪)
উক্ত আয়াত দ্বারা বুঝা যাচ্ছে যে,আল্লাহ তা'আলা প্রত্যেক জাতীর নিজস্ব ভাষাকে কতইনা সম্মান দিচ্ছেন।আল্লাহ তা'আলা প্রত্যেক জাতীর ভাষাকে এত সম্মান দিচ্ছেন যে,তিনি তাদের ভাষাতেই তাদের নিকট রাসূল প্রেরণ করছেন।আল্লাহ তা'আলা ভিন্ন কোনো ভাষাকে কখনো কোনো জাতীর উপর চাপিয়ে দেন নাই।
পাকিস্তান গভর্নমেন্ট তারা ভিনদেশি উর্দু ভাষাকে বাঙ্গালি জাতীর উপর চাপিয়ে দিয়ে বাঙ্গালিদের উপর জুলুম নির্যাতন করেছে।তাছাড়া আরও অনেক বৈষম্যমূলক আচরণ তারা করেছিল।কারো উপর যুলুম নির্যাতন করা এবং কারো সাথে বৈষম্যমূলক আচরণ করা অবশ্যই আল্লাহর নাফরমানি।বিধায় তৎকালিন সময়ে ভাষা আন্দোলনের নামে যে আন্দোলন হয়েছিলো, তা যথার্থই ছিলো।