আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
155 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (25 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
গরিব দুঃখিদের সাহায্য করার জন্য আমরা কাজ করে থাকি । এতে অনেকে তাদেরকে সাহায্য করার জন্য ডোনেশন নিয়ে থাকে । এখন প্রশ্ন হচ্ছে সাহায্য তাদের কাছে পৌছে দেওয়া সহ এই বিষয়ে যেসকল আনুসাংগিক খরচ  (যেমন: যাতায়াত ভাড়া) আছে তা ডোনেশন এর টাকা থেকে খরচ করা কি ইসলামিক,দৃষ্টিকোণ থেকে বৈধ হবে ?

1 Answer

0 votes
by (63,450 points)
edited by

بسم الله الرحمن الرحيم

জবাব,

জাকাত অসহায় গরিবের হক। যার ওপর জাকাত ফরজ হয় তার কর্তব্য হচ্ছে, অসহায় গরিবসহ জাকাতের নির্ধারিত খাতে তা ব্যয় করা। জাকাত আদায়ের ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো নিজের এলাকায় উপযুক্তদের মাঝে খরচ করা। প্রশ্নোক্ত বিষয়ে জরুরী কিছু মাসআলা জেনে নিতে পারি:

নিজ এলাকার বাইরে জাকাত পাঠানোর বিধান :

হজরত আবু জুহাইফা (রা.) বলেন, আমাদের এলাকায় রাসূল (সা.) এর তরফ থেকে জাকাত আদায়কারী আসলেন। আমাদের এলাকার ধনীদের থেকে জাকাত নিয়ে, এলাকার গরিবদের মাঝে বন্টন করলেন।’ (সুনানে তিরমিজি-৬৪৯)।

 এই হাদিস দ্বারা বুঝা যায়, এলাকার জাকাত, এলাকার গরিবদের মাঝেই বন্টন করতে হয়। তাই জাকাত নিজ এলাকায় খরচ না করে অন্যত্র পাঠানো মাকরূহ। তবে যদি অন্য এলাকার মানুষ, নিজ এলাকার চেয়ে বেশি মুখাপেক্ষী হয় বা বেশি নেককার হয় বা সেখানে জাকাতদাতার কোনো নিকট-আত্মীয় থাকে তাহলে সেখানে জাকাতের মাল পাঠাতে কোনো সমস্যা নেই। এবং শরীয়তের দৃষ্টিতে এটা মাকরূহও হবে না। ( রদ্দুল মুহতার, খণ্ড-৩, পৃষ্ঠা- ৩৫৫, আলা মারাকিল ফালাহ, পৃষ্ঠা-৭২২, দরসে তিরমিজি, খণ্ড-২, পৃষ্ঠা-৪৭৪, আহসানুল ফাতাওয়া, খণ্ড-৪, পৃষ্ঠা-২৪৯)।

বিকাশের মাধ্যমে জাকাত দিলে বিকাশের খরচ কে বহন করবে?

বিকাশের মাধ্যমে কেউ জাকাত আদায় করে থাকলে, বিকাশ চার্জ জাকাত দাতাকেই বহন করতে হবে। অন্যথায় বিকাশ থেকে যে পরিমান চার্জ কেটে রাখা হবে, ওই পরিমাণ জাকাত পুনরায় আদায় করতে হবে। কারণ, বিকাশের খরচ বাবদ কেটে রাখা টাকা জাকাত হিসেবে আদায় হবে না। এক্ষেত্রে মুলনীতি হলো, জাকাত আদায় হওয়ার জন্য শর্ত হচ্ছে, হকদারকে সম্পদের মালিক বানিয়ে দেয়া। যতটুকু সম্পদের মালিক বানানো হবে ততটুকু সম্পদ জাকাত হিসেবে আদায় হবে। (রদ্দুল মুহতার, খণ্ড-৩, পৃষ্ঠা-২০৩)।

পরিবহনের মাধ্যমে জাকাত পাঠালে ভাড়া বহনের বিধান :

পরিবহনের ক্ষেত্রেও একই বিষয়। জাকাতের সম্পদ পাঠানোর ভাড়া জাকাত দাতাকেই বহন করতে হবে। জাকাতের টাকা থেকে পরিবহনের ভাড়া দিলে ওই টাকা জাকাত হিসেবে আদায় হবে না। তেমনিভাবে জাকাতের মালে কোনো শ্রমিক কাজ করলে তার পারিশ্রমিক জাকাত দাতার নিজস্ব মাল থেকে দিতে হবে। জাকাতের মাল থেকে দিলে জাকাত আদায় হবে না। (রদ্দুল মুহতার, খণ্ড-৩, পৃষ্ঠা-২২৫, বাহরুর রায়েক, খন্ড-২, পৃষ্ঠা-৩৬৯)।  

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

যদি কোন ব্যক্তি যাকাতের টাকা থেকে কারো কাছ থেকে কিছু পাঠাতে চায় তাহলে এই বাবদ যেই খরচ হবে তা যাকাত থেকে গ্রহণ করা যাবে না বরং যার উপর যাকাত ফরজ সেই উক্ত খরচ বহন করবে। তবে যদি কোন নফল দান বা সদাকা হয়, যা কারো উপর ওয়াজিব নয়(যেমন: যাকাত,মানত, কুরবানী ইতাদী) এমন ডোনেশন হকদারের কাছে পৌছাতে যেই সকল আনুসাংঙ্গিক খরচ (যাতায়াত ভাড়া) লাগে, তা উক্ত ডোনেশনের টাকা থেকেই গ্রহণ করা জায়েয আছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...