বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ
যে সমস্ত এ্যপ হালাল ইনকাম করছে,সে সমস্ত এ্যাপে একাউন্ট খোলা এবং একাউন্ট খোলার পরিবর্তে বোনাস পাওয়া সেটা অবশই জায়েয হবে।তবে যে সমস্ত এ্যাপ হারাম ইনকাম করছে বা হালাল হারামের সংমিশ্রণ ঘটিয়ে ইনকাম করছে,তাদের ইনকাম কখনো হালাল হবে না।
আল্লাহ তা'আলা বলেন,
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা মায়েদা-২)