আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ আলাইহি
কাল রাতে কথা প্রসঙ্গে হঠাৎ হাসবেন্ড বলে উঠে যে, আমার ব্যাপারে তোমার বাপ যেদিন সব জানবে যেদিন সব বলবা ওইদিনই তুমি বাদ”...(হাসবেন্ড ঠিকমতো কাজ করে না, অনেক ঋণগ্রস্ত+অলসতা করে, যার দরুন আমাদের সংসারে অনেক কষ্ট.. কিন্তু আমার আব্বা এই সব জানে না, যদি হয়তো আমাকে এখানে থাকতে দিবে না নিয়ে যাবে, তাই আমার হাসবেন্ড এই কথা বলেছে)
১. এখন কি “তুমি বাদ”
এই কথা বলাতে তালাক হয়ে গেছে.????
উনি ঠিক মতো কাজ করে না অলসতা করে দেখে আমি বলি যে এই ভাবো চলো, আমি কিন্তু বাড়িতে চলে যাবো, তখন মাঝে মাঝে বলে যে যাও (উনিও জানে আমি উনাকে ভয় দেখানোর জন্য বলি) তখন আমি বলি যে গেলে কিন্তু আর আসবো না, তখন উনি বলে যে না এলে যাও
২. এই যে বলি চলে যাবো আসবো না আর, আবার উনি বলে চলে যাও না এলে এই কথা গুলো বলাতে কি তালাক হয়ে যায়.??
কিছু দিন আগে আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়, একদম বাড়াবাড়ি পর্যায়ের.. তখন উনি বলেছিলো যে তোর মতো বউ থাকার চেয়ে না থাকাই ভালো , ছেড়ে দিবো, চলে যা এই টাইপ কথা গুলো বলেছিলো
৩. এই কথা গুলো বলার ধারা কি তালাক হয়ে যায়.???
আমার মন বলে যে আমাদের বোধহয় তালাক হয়ে গেছে.. যখন ঝামেলা হয় তখন তো অনেক রেগে থাকে, হয়তো তালাক হয় এই টাইপ কথা গুলো বলে, উনাকে জিজ্ঞেস করলে, স্বীকার করে না কিছু বলে আমি কিচ্ছু বলি না কিন্তু তখন রাগ উঠে অনেক.. কিন্তু কেনো জানি আমার দৃঢ়বিশ্বাস যে আমাদের বোধহয় তালাক হয়ে গেছে
৪. আমার এই ধরণের চিন্তা ভাবনা কি শয়তানের ওয়াসওয়াসা.?
(বি:দ্র আমার তালাক দেওয়ার অনুমতি নেই)
কেনায়া তালাক কি সেটা বুঝি না