জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا فِي غَيْرِ مَا بَأْسٍ، فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ صحيح
সাওবান (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোনো মহিলা অহেতুক তার স্বামীর নিকট তালাক চায় তার জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যায়।
(আবু দাউদ ২২২৬.তিরমিজি)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নের বিবরণ মতে আপনার মায়ের জন্য তালাক চাওয়া/গ্রহন করা জায়েজ আছে।
আপনার বাবা যেহেতু এখনো এহেন অশ্লীল কাজের সাথে যুক্ত আছে,সুতরাং এহেন পরিস্থিতিতে কোনক স্ত্রীর তালাক নেয়া এটি শরয়ী ওযরের অন্তর্ভুক্ত হবে।
তাই এই অবস্থায় আপনার মা তালাক নিলে তাতে কোনো গুনাহ হবেনা।
আপনার মা যদি স্বামী কর্তৃক তালাক এর ক্ষমতা পেয়ে থাকে,তাহলে সেই ক্ষমতাবলে নিজেকে নিজে তালাক দিতে পারে।
আর যদি তালাক প্রধানের ক্ষমতা না পেয়ে থাকে,তাহলে স্বামীকে বুঝিয়ে,খোলা করে বা অন্য যেকোনো ভাবে তালাক নিতে পারবে।