আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
229 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (12 points)
আসসালামু আলাইকুম,
 আমার বাবা মায়ের বিয়ের বয়স ২৭ বছর। বাবার বয়স ৬০ ছুঁই ছুঁই। উনার এই ২৭ বছরের সংসারে উনি অনেক পরকীয়া করেছেন। সম্পর্ক এমন সবার সাথেই শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়েছে। উনার এতো পরকীয়া আমার আম্মু আর এসব নিতে পারতেসে না। উনি এরকম পরকীয়া করে শারীরিক সম্পর্ক করে ধরা খায় ছেড়ে দেয়। এবার উনি বিয়ের আগে যেই মহিলার সাথে সম্পর্ক ছিল সেই মহিলাকে বিয়ে করে ২০১৮ সালে ওই মহিলা তার প্রথম স্বামীকে তালাক দেয় নাই মানে প্রথম স্বামীর সাথে বিয়ে শেষ না করেই আমার বাবাকে বিয়ে করে। বাসায় ধরা খায় ২০১৮ তেই। ধরা খাওয়ার সাথে সাথে সেই মহিলাকে তালাক দিয়ে দেয়। আমার মা কিন্তু বলে নি তালাক দিতে। যেদিন ধরা খায় তার পরে আমার আম্মা বলেন ওই মহিলার সাথে দেখা করবে কিন্তু তার দুই দিন পরেই আমার নানি মারা যান। আমারা সবাই নানার বাসায় ছিলাম। ঢাকায় আসার পরে বাবা বলে মহিলাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আর এমন করবে না। তার পরথেকে নতুন ফোন কিনে মহিলার সাথে যোগাযোগ করে শারীরিক সম্পর্ক করে। ধরা খায় ঝগড়া হয় পরে হাত পা ধরে বলে আর করবে না। ফোন গুলা ভেঙ্গে ফেলে, বলে এইযে ফোন ভেঙ্গে ফেলসি কাহিনী শেষ। আমার বাবা আমার দাদী, নানা কাউকেই মানে না। কোনো মুরুব্বী মানে না সবার সাথে উগ্র ব্যাবহার। আমি তাইয়েবা একাডেমী থাকে কাউন্সেলিং করিয়েছি বাবা মা কে।  উনি ৪ বারের সেশনে ৪ বার ই খুব নত হয়ে বলেন আর হবে না নিজের দোষ স্বীকার করে। হিজামা প্ল্যানেট থেকে উনাকে রুকইয়া করিয়েছিলাম। রাকি কে বলসে ভাই এসব রুকইয়া করে কি হবে সব শয়তানি তো আমিই করি সব দোষ আমার।  এর মধ্যে ২ বার আবার ধরা খায়। আমার আম্মুর এখন আমি ছাড়া কি নাই দেখার মতন। নানা হার্টের পেশেন্ট মামারা কেউ রাখতে পারবে না মা কে। আমার ছোট বোন আছে। প্লীজ বলবেন আমার আম্মুর কি আমার বাবাকে ছেড়ে দেয়া উচিত? উনি এরকম একটার পরে একটা কাহিনী করতেই থাকে। আমার বিয়ে হয়েছে দেশের বাহীরে আমি কি চলে যাবো মা কে নিয়ে? উনি আমার মা কে ছাড়বে ও না ওই মিহিলার সাথে অবৈধ সম্পর্ক ও বাদ দিবে না। আমাদের অবস্থা আলহাদুলিল্লাহ ভালো। আমার মা নিজে কারো উপর নির্ভর না হয়েও চলতে পারবেন। যেহেতু কোনো মাহরাম মা কে রাখতে রাজি না আমি চাচ্ছি মা কে নিয়ে চলে যাবো। আমার এমনটা করলে কি গুনাহ হবে? আমার আম্মু হাই ব্লাড প্রেসার এর রুগী। যেকোনো সময় স্ট্রোক বা হার্ট এটাক করতে পারেন, এসব মানসিক চাপে।

1 Answer

0 votes
by (573,870 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا فِي غَيْرِ مَا بَأْسٍ، فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ صحيح

সাওবান (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোনো মহিলা অহেতুক তার স্বামীর নিকট তালাক চায় তার জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যায়।
(আবু দাউদ ২২২৬.তিরমিজি)

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
প্রশ্নের বিবরণ মতে আপনার মায়ের জন্য তালাক চাওয়া/গ্রহন করা জায়েজ আছে।

আপনার বাবা যেহেতু এখনো এহেন অশ্লীল কাজের সাথে যুক্ত আছে,সুতরাং এহেন পরিস্থিতিতে কোনক স্ত্রীর তালাক নেয়া এটি শরয়ী ওযরের অন্তর্ভুক্ত হবে।      
তাই এই অবস্থায় আপনার মা তালাক নিলে তাতে কোনো গুনাহ হবেনা।

আপনার মা যদি স্বামী কর্তৃক তালাক এর ক্ষমতা পেয়ে থাকে,তাহলে সেই ক্ষমতাবলে নিজেকে নিজে তালাক দিতে পারে।
আর যদি তালাক প্রধানের ক্ষমতা না পেয়ে থাকে,তাহলে স্বামীকে বুঝিয়ে,খোলা করে বা অন্য যেকোনো ভাবে তালাক নিতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...