আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু উস্তাদ।
এই বিষয় টা নিয়ে কিভাবে বলবো বুজতেছি না,
আমার একটা ছেলের সাথে ৩ বছর আগে রিলেশন ছিলো,,যদিও রিলেশন এর মেয়াদ খুব কম সময়ের।কিন্তু পরিচয় অনেকদিনই ছিলো,,সম্পর্ক অল্পদিনের ছিলো। প্রথম থেকেই তাকে আমি পছন্দ করতাম।পরে রিলেশন এ যাই।এখন তার সাথে আমার একদমই যোগাযোগ নেই।
তার একটা রিলেশন ছিলো কিন্তু সে আমাকে জানায়নি।যখন আমি তাকে পছন্দ করা শুরু করেছি তখন জানিয়েছে।জানানোর পরও রিলেশনটা হয়ে গেছে।
যদিও তার এখন অই রিলেশনটাও নেই,,মেয়ে বিয়ে করেছে অন্য জায়গায়।
খুব বাজেভাবে ফেস করেছি আমি।যদিও সে ছেলে হিসেবে ভালো ছিলো। সে ও বুজতে পারেনি এমন হয়ে যাবে।
আমি এই যুগে যেইভাবে মানুষ চলে অইভাবেই চলেছি,,নামাজ পড়তাম,রোজার রাখতাম।কিন্তু পর্দা করিনি।ইসলাম সম্পর্কে বেসিক জ্ঞান ছিল না। সেই ছেলেও এমনটাই ছিলো সে নামাজ খুব কম পড়তো।
আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। আল্লাহ আমার উপর সহায় হইছে আলহামদুলিল্লাহ।
আমি এখন পরিপূর্ণ দ্বীন মেনে চলার চেষ্টা করি জানিনা আমি কতটা পারছি।আল্লাহ ভালো জানেন।
আমি অবিবাহিত,আমি এডমিশন দিচ্ছি এইবার।যদিও আমি বিয়ে করবো না ভেবে নিয়েছিলাম।আল্লাহ আমাকে মাফ করুক।কিন্তু একটা সমস্যা আছে আমি অই ছেলের পরিবর্তে অন্য ছেলেকে মেনে নিতে পারব না মনে হয়।এমনটা মনে রেখে আমি বিয়েও করতে পারিনা।আমার মনে হয় আমি চুপ রয়ে গিয়ে যদি বিয়েও করি আমার এই অনুভূতি আমাকে শান্তি দিবে না।যদিও এই ছেলে আমার জন্য হারাম।আমি কি করব বুজতেছি না।এমন নয় যে ও এখন সিংগেল তাই এমনটা।না ৩ বছর ধরেই এমন।আগে তো বলতাম বিয়েই করবো না।কিন্তু বিয়ে তো করা সুন্নাহ।আমি দ্বীনের পথে চলে এমন বড় ভুল ও করতে পারিনা।আমি কি এমন দোয়া করতে পারবো এখন যে আমি এই দুনিয়ায় তাকে না পাই,,অই দুনিয়ায় যাতে পাই।
যদিও এমন প্রশ্ন করা ভিত্তিহীন।তারপরও ভিতর থেকে আমাকে কুড়ে খাচ্ছে। তাকে আমি ভালোবাসি তার সাথে দুনিয়া যদি নাও থাকতে পারি আখিরাতে আমি থাকতে চাই।