আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
610 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (39 points)
আসসালামু আলাইকুম শায়েখ।

বাংলাদেশে কি জেনারেল পড়ুয়াদের জন্য কোনো মাদ্রাসা আছে(অফলাইনে)??(যদি থাকে তবে) স্কুল বা কলেজ পড়ুয়া কোনো শিক্ষার্থী কি ট্রান্সফার হয়ে মাদ্রাসায় ভর্তি হওয়া ঠিক হবে??

বাংলাদেশে কি জেনারেল পড়ুয়াদের জন্য কোনো মাদ্রাসা আছে(অফলাইনে)??(যদি থাকে তবে) স্কুল বা কলেজ পড়ুয়া কোনো শিক্ষার্থী কি ট্রান্সফার হয়ে মাদ্রাসায় ভর্তি হওয়া ঠিক হবে??

আমি বর্তমানে এইচএসসি ১ম বর্ষে পড়ি আমার জন্য মাদ্রাসায় ট্রান্সফার হয়ে ভর্তি হওয়া কি ঠিক হবে??

২/মহিলারা কি চাইলে তাদের জন্য আলাদা মসজিদ নির্মাণ করতে পারে, যেখানে তারা দ্বীন শিক্ষা করবে।এবং একজন মহিলা ইমাম রাখা কি ঠিক হবে??

1 Answer

0 votes
by (597,330 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইবনে আবেদীন শামী রাহ,জ্ঞান শিক্ষা ফরয সম্পর্কিত একটি মূলনীতি তুলে ধরেন।যাকে আমাদের সামনে আসলে,ভবিষ্যৎ অনেক অস্পষ্টতা দূরবিত হয়ে যাবে ইনশা'আল্লাহ।
তিনি বলেনঃ
وَكُلُّ مَنْ اشْتَغَلَ بِشَيْءٍ يُفْرَضُ عَلَيْهِ عِلْمُهُ وَحُكْمُهُ لِيَمْتَنِعَ عَنْ الْحَرَامِ فِيهِ اهـ
যে বক্তি কোনো জিনিষ বা কাজের সাথে সংশ্লিষ্ট হবে নিজেকে সংশ্লিষ্ট করজে, তার উপর উক্ত বিষয় সম্পর্কে ইলম অর্জন করা ফরয।যাতে করে উক্ত বিষয় ও বিষয় সংশ্লিষ্ট সমস্ত হারাম থেকে সে অনায়াসে বেছে থাকতে পারে। (রদ্দুল মুহতার-১/৪২)..................বিস্তারিত-https://www.ifatwa.info/1893

আল্লাহর ফরয হুকুমকে ঠিক ঠিক ভাবে অনুসরণ করতে এবং নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে যত বিষয় সম্পর্কে যতটুকু ইলমের প্রয়োজন ততটুকু ইলম শিক্ষা ফরয।যেমন,নামায আল্লাহর ফরয বিধান,নামায পড়ার জন্য পবিত্রতা অর্জন শর্ত।তাই পবিত্রতার ইলম অর্জন ফরয।ঠিকতেমনি কেরাত ফরয, তাই কেরাত শিক্ষা ফরয।ঈমান আনয়নের জন্য শিরক মুক্ত হয়ে মনেপ্রাণেএকমাত্র আল্লাহকে বিশ্বাস করা ও তার বিধি-বিধান কে মান্য ফরয।তাই এ সম্পর্কীয় ইলম অর্জন ফরয।এবং রোযা আল্লাহর ফরয বিধান।রোযা রাখতে হলে তার করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে যথেষ্ পরিমাণ ইলম অর্জন ফরয।অর্থাৎ যতটুকু ইলম হলে রোযাকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে রাখা যায়,ততটুকু পরিমাণ ইলম অর্জন ফরয।ইত্যাদি ইত্যাদি।

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ফরয পরিমাণ ইলম শিক্ষা করা যেহেতু জরুরী।তাই আপনি জেনারেল শিক্ষার পাশাপাশি পার্ট টাইম দ্বীন শিক্ষা গ্রহণ করবেন। এজন্য আপনি অনলাইনে দ্বীনি শিক্ষা গ্রহণ করতে পারবেন।জেনারেল লাইনকে বিসর্জন দিতে পারবেন না। বরং জেনারেল লাইনের শিক্ষাকে গ্রহণের পাশাপাশি আপনি দ্বীনি শিক্ষা গ্রহণ করবেন। অফলাইনে তো অনেক মাদরাসা রয়েছে।আপনি কমেন্টে আপনার আবাসস্থল উল্লেখ করবেন।আমরা আপনাকে লোকশন বলে দেয়ার চেষ্টা করবো।

(২)
মহিলা কখনো ইমাম হতে পারে না।এবং শুধুমাত্র মহিলাদের জন্য কোনো মসজিদ নির্মান করারও অনুমোদন নেই। হ্যা, কোনো মহিলা নিজ বাসার একটি রুমকে নামাযের জন্য নির্দিষ্ট করে নিতে পারে। যেখানে মাহরাম পুরুষের ইমামতিতে মহিলা নামায পড়বে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (13 points)
আমি লালমাটিয়ায় থাকি। আমার জন্য? আমি অনলাইনে পড়াটাই বেসশি পছন্দ করি। অনলাইন আর অফলাইন উভয়ের মাঝে পার্থক্য কেমন?
by (597,330 points)
আপনি অফলাইনে পড়ার চেষ্টা করবেন। সম্ভব না হলে তখন অনলাইনে চেষ্টা করবেন। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...