ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
হাদীস শরীফে এসেছে, আবু হুরায়রা রযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الإِنَاءِ فَاهْرِقْهُ ثُمَّ اغْسِلْهُ ثَلاثَ مَرَّاتٍ
যখন কুকুর পাত্রে মুখ দেয় তখন পাত্রের বস্তুটি ফেলে দাও, তারপর পাত্রটি তিনবার ধুয়ে নাও। (দারাকুতনী ১৬৫)
★শরীয়তের বিধান মতে কুকুরের লালা নাপাক কিন্তু কুকুরের শরীর নাপাক নয়। সুতরাং কুকুর যদি কারো শরীর অথবা কাপড় ছুঁয়ে দেয় তাহলে তা নাপাক হবে না। আর যেহেতু কুকুরের লালা নাপাক তাই যদি কাপড়ে, শরীরে বা অন্য কোনো জিনিসে লালা লেগে যায় তবে তা নাপাক হয়ে যাবে। অন্যথায় নাপাক হবে না। এছাড়া কুকুরের শরীরে তরল নাপাক লেগে থাকলে সেক্ষেত্রেও তা স্পর্শ করলে কাপড় নাপাক হয়ে যাবে। (আলবাহরুর রায়েক ১/১০১ ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮ আদ্দুররুল মুখতার ১/২০৮)
.
★সুতরাং আপনার পায়ে শুধু কুকুর লাগলেই আপনার পা/কাপড় নাপাক হবেনা।
এক্ষেত্রে কুকুরের গায়ে নাপাকি লেগে থাকলে এবং তাহা আপনার পায়ে/পোশাকে প্রকাশ পেলে তথা নাপাকির আলামত গন্ধ/রং পাওয়া গেলেই কেবল আপনার পা/কাপড় নাপাক হবে।
,
আরো জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কুকুরের শরীরে নাপাকি থাকলে এ অবস্থায় তার সাথে স্পর্শ হলে, শরীরে/কাপড়ে সেই নাপাকির চিন্হ/গন্ধ পাওয়া গেলে তাহা পাক করতে হবে।
সেক্ষেত্রে তিনবার ধোয়ার কথাও হাদীসে আছে,সাতবার ধোয়ার কথাও হাদীসে আছে।
একবার মাটি দ্বারা ঘসে নেয়ার কথাও হাদীসে আছে।
★কুকুর যদি শুকনো শরীরের লাগে,তাহলে তো কোনো সমস্যাই নেই।
(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার পায়ে যদি কুকুরের শরীর থেকে নাপাকি লেগে থাকে,তাহলে আপনার পা পাক হয়েছে।
আর যদি নাপাকি আপনার পায়ে না লেগে থাকে,তাহলে তো আপনার পা পাকই আছে।
(০২)
যথেষ্ট।
(০৩)
এতে কোনো কিছুই নাপাক হবেনা।
(০৪)
প্যান্টে যদি আপনি কুকুরের শরীরে স্পর্শের পর নাপাকির চিন্হ/গন্ধ পান, তাহলে তাহা পাক করতে হবে।
নতুবা কুকুর যদি শুকনো শরীরের লাগে,তাহলে তো কোনো সমস্যাই নেই।