আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ,
সম্মানিত উস্তাদ, আমার এক ফ্রেন্ড হঠাৎ হঠাৎ(প্রায়শই) স্বপ্ন দেখে সে এক অচেনা জায়গা যায়। ওখান থেকে ফিরে আসার চেষ্টা করে, কোনভাবে পারে না, আবার অনেক সময় হতো আসতে পারে।সাম্প্রতিক স্বপ্নে দেখে, তার একজন মৃত বোনের সাথে সে (সম্ভবত বই)কিনতে যায়, যেতে যেতে আবার অচেনা জায়গা।বান্ধুবি খুব ভীত থাকে, কারন,তার বোন তাকে রেখে চলে যায়। পরে পরিচিত তার (আমার বান্ধুবীর,) ই এক বান্ধুবী তাকে সাহায্য করেছিল অই জায়গায় যাওয়ার।
প্রশ্ন,আমার বান্ধুবি যখনই স্বপ্নে এমন অপরিচিত জায়গায় দেখে সে অসস্তি বোধ করে, হয় ফিরে আসতে চাই নতুবা যে জায়গায় যেতে চাচ্ছিলো ওখানে যাওয়ার খুব আপ্রাণ চেষ্টা করে, কিন্ত পথ অপরিচিত থাকে, অনেকসময় মানুষগুলোও অপরিচিত থাকে। কষ্ট হয় জায়গা খুজে পাওয়ার ।
দ্রষ্টব্যঃ আমার বান্ধুবির প্রায় ই স্বপ্ন কোন ঘটনা ঘটার আবাস থাকে,কারন,প্রায় স্বপ্ন তার সত্য হয়। এমনকি, কোন বিপদ আসার আগেও সে হয় স্বপ্ন বা বুঝতে পারে।এজন্য ব্যাখ্যা জানা জরুরি। সে বুঝতে পারে নি এইর অর্থ..