আসসালামু আলাইকুম, হুযুর।আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ হুযুর।কেউ জীবিত আছে এবং সুস্থও আছে।কিন্তু তার যদি বেশ কয়েক বছরের নামাজের কাযা থাকে,তবে সে বর্তমানে নামাজ আদায় করে তবে কাযা গুলো আদায় করতে পারে না।তাহলে জীবীতাবস্থায় নিজে কি নামাজের ফিদইয়া দিতে পারবে কাযা আদায় করার বদলে? ওয়াক্ত প্রতি কত ফিদইয়া আসে নামাজের?