জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
صلى الله عليه و سلم قال : تعاد الصلاة من قدر الدرهم من الدم (سنن الدر قطنى، كتاب الصلاة، باب قدر النجاسة التي تبطل الصلاة، رقم الحديث-1)
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-এক দিরহাম পরিণাম রক্তের দরুন নামাযকে পুনরায় আদায় কর। {সুনানে দারা কুতনী, হাদীস নং-১, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৩৮৯৬, জামেউল আহাদীস, হাদীস নং-১০৭৮৩, মারেফাতুস সুনান ওয়াল আসার লিল বায়হাকী, হাদীস নং-১৩২৩, আল জামেউল কাবীর, হাদীস নং-২৩৮}
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
শরীয়তের বিধান মতে এক্ষেত্রে যদি শরীরে/চামড়ায় নাজাসাতে গলিজাহ লাগে,তারপর সেটা ছড়িয়ে যাওয়ার পর তার পরিমান এক দিরহাম পরিমাণ হয়, তাহলে উক্ত কাপড়সহ নামায পড়া জায়েজ নয়। কিন্তু যদি এক দিরহাম থেকে কম হয়, তাহলে উক্ত কাপড়সহ নামায পড়া জায়েজ আছে।
বিস্তারিত জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই
(০১)
এখানে প্রচলিত ৫ টাকার পয়সা অনুপাতে হিসেব করতে পারেন।
কয় ফোটা হলে এক দিরহাম হবে,তাহা নির্দিষ্ট ভাবে বলা মুশকিল।
অনেক ক্ষেত্রে যেই কাপড়ে নাপাকি লেগেছে,সেই কাপড়ে অল্প নাপাকি লেগেও ছড়িয়ে যেয়ে পারে।
সেক্ষেত্রে অল্প নাপাকি পড়লেও বেশি ছড়িয়ে এল দিরহাম সমপরিমাণ বা তার চেয়ে বেশি হতে পারে ।
আরো জানুনঃ
(০২)
এক্ষেত্রে ফোঁটা প্রস্রাবের পর অযু করতে হবে।
যদি অযু করে নামাজ পড়া হলে নামাজ হয়ে যাবে।