আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
239 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম  আমি IOM er student.
আমার সংসার ভেংগে গেছে।

আমাকে কুফরি করা হয়েছে & আমি জীন দারা আক্রান্ত।  এক হুজুর বলছেন।
এ ব্যাপারে family support তেমন পাবনা। উনারা এগুলা তেমন believe করেন্না।

আমি একদম ভেংগে পড়ছি।

sucide  হারাম না হলে সেটাই করতাম।

উস্তাদ plz আমাকে সাহায্য করুন।

plz আল্লাহ র দোহাই আমাকে সাহায্য করুন।

আমার খুব কস্ট হয়।

1 Answer

0 votes
by (564,870 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


আল্লাহ তা'আলা বলেনঃ

قال تعالى: (فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئاً ويجعل الله فيه خيراً كثيراً)
অতঃপর যদি তাদেরকে অপছন্দ কর, তবে হয়ত তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছ, যাতে আল্লাহ, অনেক কল্যাণ রেখেছেন।
(সূরা নিসা-১৯)

তালাক সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাঃ থেকে বর্ণিত,

عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم قال: «أبغض الحلال إلى الله تعالى الطلاق»
অর্থ:
রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেন,
“মহান আল্লাহ পাকের নিকট সর্বাপেক্ষা অপছন্দনীয় হালাল হচ্ছে 'তালাক'।
(আবু দাউদ-২১৭৮)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার যদি তিন তালাক না হয়ে থাকে,তাহলে আবারো আগের স্বামীর কাছে ফিরিয়ে যাওয়া কল্যানকর মনে হলে ফিরে যেতে পারবেন।
হতাশ হবেননা।
,
যদি তিন তালাক হয়ে থাকে,সেক্ষেত্রে পারিবারিকভাবে  অন্যত্রে বিবাহের চেষ্টা করবেন।

আপনাকে কুফরি করা হয়েছে? নাকি জীন দ্বারা আক্রান্ত, এগুলো পরিবারকে বুঝানোর কোনো প্রয়োজনীয়তা নেই।
আপনি স্বাভাবিক ভাবে টেনশন মুক্ত জীবন যাপন করুন।
কিছু আমল রয়েছে,সেগুলো করতে পারেন।
অতিরিক্ত আর কিছুই করার প্রয়োজনীয়তা হবেনা,ইনশাআল্লাহ।       

আপনি নিম্নোক্ত ফতোয়ায় প্রদত্ত আমল গুলি করতে পারেনঃ-

আরো জানুনঃ 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...