১))) কেও যদি বলে যে সে বির বির করে তালাকএর কথা বলছে,, কিন্তু পরে সে বুঝতে পারে যে সে বির বির ও করে নাই, সুধু মনে মনে বলছে! এতে কি তালাক হয় এবং সে যদি এই কথা কাওকে বলে ফেলে যে সে বির বির করে তালাক এর কথা বলছে,(((( কারন সে পরে বুঝতে পারে)))) যে সে বির বির ও করে নাই সুধু মনে মনে বলছে এভাবে বির বির করলে আর সেই কথা কাওকে বললে কি সিকারক্তি হয়ে যায় তালাকের
কেও যদি বির বির করে বলে কিন্তু স্পষ্ট সব্দ না করে তাহলে কি তালাক হয়
২)))) কেও যদি শব্দ করে নাই জেনেও যদি বলে যে, শব্দ করেছে কিনা সেটা নিয়ে তার সন্দেহ আছে কারন অনেক চিন্তার পর সে বুঝতে পারে যে সে শব্দ হয় নাই, কিন্তু সে জানার জন্য তার আগেই এভাবে প্রস্ন করেছে যে, ওয়াস ওয়াসার কারনে তার শব্দ করা নিয়ে সন্দেহ আছে কখনও তার মনে হয় যে সে করছে, আবার কখনো তার মনে হয় যে সে করে নাই
এভাবে প্রস্ন করাতে কি সমস্যা হয় , সে যদি শব্দ করে নাই সেটা পরে সিওর হয় কিন্তু তার আগেই শব্দ করেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে ফেলে তাহলে কি সমস্যা হয়