আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
316 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (57 points)
১))) কেও যদি বলে যে সে বির বির করে তালাকএর কথা বলছে,,   কিন্তু পরে সে বুঝতে পারে  যে সে বির বির ও করে নাই,  সুধু মনে মনে বলছে!  এতে কি তালাক হয় এবং সে যদি এই কথা কাওকে বলে ফেলে যে সে বির বির করে তালাক এর কথা বলছে,(((( কারন সে পরে বুঝতে পারে))))  যে সে বির বির   ও করে নাই সুধু মনে মনে বলছে এভাবে বির বির করলে  আর সেই কথা  কাওকে বললে কি সিকারক্তি হয়ে  যায় তালাকের

কেও যদি বির বির করে বলে কিন্তু  স্পষ্ট সব্দ না করে তাহলে কি তালাক হয়
২)))) কেও যদি শব্দ করে নাই জেনেও যদি বলে যে,  শব্দ করেছে কিনা সেটা নিয়ে   তার সন্দেহ আছে কারন অনেক চিন্তার পর সে বুঝতে পারে যে  সে শব্দ হয় নাই,  কিন্তু সে জানার জন্য তার আগেই  এভাবে প্রস্ন করেছে যে, ওয়াস  ওয়াসার কারনে তার শব্দ করা নিয়ে সন্দেহ আছে কখনও তার মনে হয় যে সে করছে,  আবার কখনো তার মনে হয় যে সে করে নাই

এভাবে প্রস্ন করাতে  কি সমস্যা হয়  ,   সে যদি শব্দ করে নাই সেটা পরে  সিওর হয়  কিন্তু তার আগেই   শব্দ করেছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে  ফেলে তাহলে কি সমস্যা হয়

1 Answer

0 votes
by (573,930 points)
edited by
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


শরীয়তের বিধান হলো, মুখ থেকে আওয়াজ বের না হওয়ার ছুরতে কোনো তালাক পতিত হবেনা। 

হাদীস শরীফে এসেছেঃ 

مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا هِشَامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفٰى عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ اللهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي مَا حَدَّثَتْ بِه„ أَنْفُسَهَا مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ
قَالَ قَتَادَةُ إِذَا طَلَّقَ فِي نَفْسِه„ فَلَيْسَ بِشَيْءٍ.

আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেছেনঃ আল্লাহ আমার উম্মতের হৃদয়ে যে খেয়াল জাগ্রত হয় তা ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না সে তা কার্যে পরিণত করে বা মুখে উচ্চারণ করে।
ক্বাতাদাহ (রহ.) বলেনঃ মনে মনে তালাক দিলে তাতে কিছুইতালাক হবে না। [বুখারী শরীফ ৫২৬৯.২৫২৮] আধুনিক প্রকাশনী- ৪৮৮৩, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৭৮)

ফাতাওয়ায়ে শামীতে আছেঃ-
   
قال في الدر فلو طلق أو استثنی ولم یسمع نفسہ لم یصح في الأصح (درمختار شامی: ۱/۳۹۵)
সারমর্মঃ
কেহ যদি তালাক দেয়,বা ইস্তেছনা করে,নিজে নিজে যদি তাহা শুনতে না পারে,তাহলে উক্ত তালাক সহীহ হবেনা।

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
(০১)
প্রশ্নের বিবরণ মতে যেহেতু স্ত্রীকে ইঙ্গিত করে জিহবা নাড়িয়ে উচ্চারণ করে তালাকের কথা বলেনি,তাই তালাক হবেনা।

(০২)
সন্দেহের ভিত্তিতে যেহেতু তালাক হয়না,তাই এই ছুরতেও কোনো তালাক হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...