আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
160 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
১-টুপি ছাড়া নামায পড়লে কি নামায আদায় হবে??

২-বউ কি জামাই এর থেকে মেয়েলি ব্যাপার গুলো গোপন রাখতে পারবে??

যেমন-পিরিয়ড,অবাঞ্ছিত লোম ফালানো এসব।।জামাই যদি এসব জানতে চায়?

৩-সেক্স করার সময় কি কনডম ব্যবহার করা যাবে??

৪-বউ যদি কিস বা অন্য কিছু করতে এখন না চায় সময় চায় আরও তাহলে জামাই কি জোর করে কিছু করতে পারবে??

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
আল্লাহ তাআলা ইরশাদ করেন, 
یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ

‘তোমরা নামাজের সময় তোমাদের সর্বোৎকৃষ্ট পোশাক পরিধান করো’। (সূরা আরাফ : ৩১)

 এ আয়াত থেকে বোঝা যায়, নামাজ আদায় করার ক্ষেত্রে পোশাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাদিস শরিফে এসেছে হাসান বসরী (রহ.) বলেছেন,
وكان القوم يسجدون على العمامة والقلنسوة

‘তারা (সাহাবায়ে কেরাম গরমের দিনে) পাগড়ি ও টুপির উপর সেজদা করতেন।’ [সহিহ বুখারি ১/৫৬]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢেকে নামাজ আদায় করতেন, আমাদেরও তাই করা উচিত।

যুহাইর (রহ.) বলেন, আমি প্রখ্যাত তাবেয়ি আবু ইসহাক সাবিয়ীকে দেখেছি, তিনি আমাদের নিয়ে নামাজ পড়েছেন। তিনি মাটি থেকে টুপি উঠিয়ে মাথায় পরেছেন।(তাবাকাতে ইবনে সাদ ৬/৩১৪)

ফুকাহায়ে কেরাম নামাজে টুপি পরা সুন্নত বলেছেন এবং অবহেলা করে টুপি না পরে নামাজ পড়াকে মাকরুহ বলেছেন, যদিও নামাজ আদায় হয়ে যাবে। (ফাতাওয়া কাজিখান : ১/১৩৫,আদ দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, খণ্ড-২, পৃষ্ঠা-৪০৬, মাকতাবায়ে জাকারিয়া, দেওবন্দ। ফতোয়া উসমানী (৪/৩৪২, করাচি)
(কিছু তথ্য সংগৃহীত)

★সুতরাং কেউ যদি অলসতাবশত টুপি ছাড়া নামাজ পড়ে তাহলে তা মাকরূহ হবে। তবে তার নামাজ হয়ে যাবে।

(০২)
যদি স্বামীর হক সংক্রান্ত কোনো বিষয় হয়,তাহলে জানতে চাইলে না জানানো বৈধ হবেনা।

প্রশ্নে উল্লেখিত বিষয় গুলি স্বামী স্ত্রী একসাথে থাকলে স্বামী এমনিতেই জানতে পারবে।    

আর এর সাথে নামাজ ইত্যাদির বিধানও রয়েছে,তাই এগুলো স্বামীকে জানতে চাইলে অবশ্যই জানাতে হবে।
গোপন করা যাবেনা।

লজ্জায় শুরুতে গোপন করলেও পরবর্তীতে এমনিতেই সমস্যা কেটে যাবে।

(০৩)
এ সংক্রান্ত বিস্তারিত বিধান জানুনঃ

(০৪)
স্ত্রীর যদি এতে অসুস্থতা বা শরীয়ত কর্তৃক গৃহিত ওযর না থাকে,তাহলে জামাই জোড় করতে পারবে।
তবে বিষয়টি যেহেতু মন থেকে চাওয়ার সাথে সম্পৃক্ত।
তাই জোড় না করাই উচিত।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...