আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
ঘুমানোর কারণে সব মানুষের চোখের কোনায় হাল্কা কিছু জমে।এটা আমাদের স্থানীয় ভাষায় কেঞ্জুল বলে। ত আমি ফজরের অযু করে নামাজ পড়ে দেখি,চোখের কোনায় শুকনো কেঞ্জুল আছে এক বর্গসেমির মত,দেখতে মরা চামড়ার মত।
এখন আমার সন্দেহ হচ্ছে সেখানে অযুর পানি পৌছায়ছে কিনা।এটা কি পানি পৌছাতে প্রতিবন্ধক? এটাত সব মানুষের হয় কারোটা সাদা কারোটা এমন।সে স্থানেও আমি পানি দিয়েছি,কিন্তু প্রতিবন্ধক হয়েছিল কিনা জানিনা।
আমার নামাজ কি আবার পড়তে হবে