আসসালমুআলাইকুম, আমার বয়স 24 , আমি কয়েক বছর থেকে একটা মেয়েকে পছন্দ করি বিয়ের উদেশ্যে। আমি কয়েকদিন যাবত ফরয,সুন্নত ও নফল নামাজে দুআ করি যে "আল্লাহ ওর সাথে আমার বিয়ে হলে যদি আমার দুনিয়া ও আখিরতে আমার জন্য কল্যাণকর হয় তাইলে আমার সাথে ওর বিয়ের ব্যবস্থা করে দিন/আমার জন্য ওকে সহজ করে দিন। আর তা যদি না হয় তাইলে ওর থেকে আমি যেন বিনা কষ্টে এই জায়গা সরে আসতে পারি সে তৌফিক আমাকে দান করুন।" 2 দিন আগে এশার নামাজ পড়ে এই দুয়া করে ঘুমাই , তারপর স্বপ্নে দেখি যে আমি ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছি, কিন্তু আমার মনে একটু ভয় কাজ করছিলো যে ওকে বলবো কি বলবো না বিয়ের কথা ।যখন ওর কাছে যাই প্রস্তাব দেয়ার জন্য তখন দেখি ও দাড়ায় নামাজ পড়তেছে। পরে আমি আর কিছু বলি নি। এখানেই মনে হয় সে স্বপ্ন শেষ হয়ে গেছিলো।
এটার ব্যাখ্যা কি হতে পারে বললে অনেক উপকার হতো