আসসালামুআলাইকুৃম ওরাহমাতুল্লা।
১।কোন স্ত্রী যদি বলে " স্বামীর সাথে ব্রেকআপ করে নিছি"।এটা একটা হিন্দি গান।ধরেন স্ত্রীকে স্বামী তালাকের অধিকার দিছে।আর এমনিতে গান এটা গাইলে আর নিজের দিকে তালাকের ইন্গিত না করলে কি তালাক হবে? হিন্দি গান ওটার অর্থ হচ্ছে ওইরকম।আর যদি এটা গাওয়ার সময় মনে মনে তালাকের ওয়াসওয়াসা আসলে কি তালাক হবে? নিজের দিকে ইন্গিত না করলে স্ত্রী?
২।আমি নিজের দিকে ইন্গিত না করে প্রশ্ন করেছি।এতে আমার বৈবাহিক সম্পর্কে কি কোন সমস্যা হবে?
৩।এখানে বিভিন্ন ধরনের তালাক সম্পর্কে প্রশ্ন আছে।ওইগুলো ক্লিক করার সময় কারো মনে তালাকের ওয়াসওয়াসা আসলে কি তালাক হয়?