ক্লাসে প্রক্সি দেওয়া কি কবিরা নাকি সগিরা গুণাহ। বিশেষ কোন কারণে ক্লাসে না আসতে পারলে আর এটা যদি পরীক্ষা দিতে ঝামেলার কারণ হয় তাহলে কি প্রক্সি দেওয়া যাবে? আর একটা পোস্ট ফেবুতে পেয়েছি এটার ভ্যালিডিটি এক্ষেত্রে কতটুকু একটু যাচাই করতে চাচ্ছিলাম।
পোস্টটি নিম্নরুপঃ
❝ক্লাসরুমে প্রক্সি সমাচার❞
তখন আমার মনে পড়ল ইমাম ইবনু তাইমিয়্যা (র) এর একটা উক্তির কথা।
'When people help one another in sin and transgression, they finish by hating each other.'
'মানুষ যখন একে অন্যকে পাপকাজে সাহায্য করে, তাদের সম্পর্কের শেষ হয় পরস্পরকে ঘৃণা করার মাধ্যমে।'
আমি তখন খোঁজ নিতে লাগলাম, প্রক্সি দেওয়াটা কি আসলেই কোনো পাপ কাজ। খোঁজ নেবার পর যেটা পেলাম সেটা দেখে আমি খুবই অবাক হলাম। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসটা আমার আজও মনে আছে।
মাহিরের কথা শুনে লাফিজার চোখ কপালে ওঠার উপক্রম। "ইউ মিন, প্রক্সি দেওয়া নিয়ে হাদিস?"
হাদিসটা খুবই এক্সপ্লিসিট। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেলান দিয়ে বসা ছিলেন। সাহাবিদের জিজ্ঞেস করলেন, "আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবীরা গুনাহগুলো সম্পর্কে বলব?" সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে সেগুলো কী জানতে চাইলেন। অতঃপর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 'আল্লাহর সাথে শিরক করা, পিতা-মাতার অবাধ্য হওয়া'। এই দুটো বলার পর তিনি হেলান ছেড়ে উঠলেন। সোজা হয়ে বসলেন। অর্থাৎ এখন যা বলবেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বারবার বলে যেতে লাগলেন, 'মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া...'
তিনি এতবার মিথ্যা সাক্ষ্য দেবার কথা উল্লেখ করলেন যে, সাহাবিরা মনে মনে বলতে লাগলেন, তিনি যদি আর না বলতেন। [১]
'লাফিজা, আমার মনে হয় তোমার এই বিষয় নিয়ে সন্দেহ নেই যে, প্রক্সি দেওয়া হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। প্রক্সি দেবার মাধ্যমে আমরা সবার সামনে স্বীকারোক্তি দেই, এই ছেলেটা বা এই মেয়েটা আজকে ক্লাসে উপস্থিত। অথচ সে সেদিন ক্লাসেই ছিল না। এটা কি মিথ্যে সাক্ষ্য নয়?
[১] বুখারী, ২৬৫৪
"খোঁপার বাঁধন" বই থেকে!