আসসালামু আলাইকুম
আমি একজন মেয়ে,উস্তাদ আল্লহর জন্য আমাকে সাহায্য করুন আমার পরিস্থিতি বিবেচনায় উত্তম মাসয়ালা প্রদান করে।উস্তাদ দয়া করে আমার পুরো সমস্যাগুলো মনোযোগ দিয়ে পড়ুন এবং আমাকে উত্তম নসিহাহ করুন। ইং শা~আল্লহ্।
উস্তাদ আমার প্রশ্নটা বুঝাতে কিছু কথা বলতে হচ্ছে -আমার একটা বৈশিষ্ট্য হলো আমি সর্বদাই সর্বোত্তমকে পছন্দ করি,আমি আমার রবের কাছে শুধু জান্নাত চায় না আমি চাই জান্নাতুল ফেরদাউস,আর আমার সবচেয়ে বেশি আগ্রহ দ্বীন প্রতিষ্ঠায় কাজ করাতে"
আমি বাংলাদেশের স্বনামধন্য এক বিশ্ববিদ্যালয়ে Doctor of Veterinary Medicine প্রোগ্রামে পড়াশোনা করছি।সহশিক্ষা ইসলামে হারাম জেনেও এখানে আছি/থাকতে হচ্ছে কয়েকটি কারণে,একঃ ওয়াল্লহি আমার রব জানেন আমি এখানে কেন আছি!দুইঃআমার বাবার ১৭ বছরের পরিশ্রম!পরিবার চায়না আমি সহশিক্ষা ছাড়ি।তবে আমি এক লক্ষ্য নিয়েই এখানে আছি,এই সাব্জেক্ট থেকে অর্জিত জ্ঞান আমি ইসলামের খেদমতে কাজে লাগাতে চায়,পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি কুরআন হিফয +আলিম কোর্সেও আছি।নিজেকে প্রস্তুত করার লক্ষ্যে,কারণ এই উম্মাহর এক অস্ত্র হতে চায়!আর এখন জেনারেল লাইন ছেড়ে কোথায় যাব এখন?আর আমি জীবনের যে লক্ষ্য নির্ধারণ করেছি সন্তানদের মুজাহিদ হিসেবে গড়ার জন্য তাঁর জন্য তো অর্থের+ডিগ্রীটার বড্ড প্রয়োজন!এখন প্রশ্নে আসি-
১-)উস্তাদ,আমার নিয়ত অনুযায়ী কি আমার কোন গুনাহ হবে?
এই অনুযায়ী কাজ করলে কি আমি জান্নাত থেকে মাহরুম হয়ে যাবো?যেহেতু এখানে সহশিক্ষার বিষয়টা আছে।
২-)আমার এখন কি করা উচিত উস্তাদ আমার পরিস্থিতি /উদ্দেশ্য/পরিবার সব বিবেচনায় আমি এখন কি করবো?সব ছেড়ে চলে যাবো নাকি মাদ্রাসায় ভর্তি হবো নাকি কন্টিনিউ করবো,কোনটা সর্বোত্তম উস্তাদ এই পরিস্থিতিতে??
৩-)বিশ্ববিদ্যালয়ে প্রাকটিকাল +ভাইভাতে কিছু সমস্যাও হচ্ছে,কারণ অনেক সময় প্রাকটিকাল পরীক্ষা ছেলে মেয়ে একসাথে করতে দেয়।ভাইভাতে নিকাব নিয়ে কটুক্তি করে(যদিও এই বিষয় অনড় আছি থাকবো,ইং শা আল্লহ্)।
এই সমস্ত সমস্যা +দিকগুলো বিবেচনায় উস্তাদ আমি এখন কি করবো?
আমি পুরা মানসিক রোগী হতে চলেছি সিদ্ধান্তহীনতায়!আমি এখন কি করবো,কোনটা সর্বোত্তম?