আসসালামু আলাইকুম
শাইখ,আমার কিছু প্রশ্ন ছিলো।
১.আজ গোসলের সময় আমার জামার নিচের অংশ ফ্লোরে লেগে গিয়েছিলো। ফ্লোর টা এইরকম যে,পানি শোষণ করতে পারে তবে মাটির মত পুরো টা না। ফ্লোরে সাধারণত বালু হয় না।টাইলসের মতই এইরকম ফ্লোর মোছা যায়।আশা করি বুঝতে পারবেন।কল থেকে কিছুটা দূরেই টয়লেটের অবস্থান।তো টয়লেটের আশপাশে যে পেশাবের ছিটা পড়ে থাকে তা তো নিশ্চিত ই আমি যেহেতু পরিবারের সদস্য রা পাক-নাপাকের বিষয়য়ে এতো টা সিরিয়াস না।তো, সকাল বেলা যখন সবাই টয়লেট ইউস করার পর কলে এসেছিলো ফ্রেস হতে,তাহলে তো নিশ্চিতভাবেই বলা যায় উনাদের পায়ে যে নাপাকী ছিল তা ওই ফ্লোরে লেগে গিয়েছিলো (আমি একেবারেই সুনিশ্চিত!)। আমি সম্ভবত সাড়ে ১২ টার কিছুক্ষন আগে ওইখানে গোসল করতে গিয়েছিলাম।কিন্তু, আমি জানি সকাল থেকে এই পর্যন্ত যত পানি ব্যাবহার করা হয়েছে তা দিয়ে ওই ফ্লোর পবিত্র হয়েছে কি না।বলে রাখা ভালো, কল থেকে যেই জায়গাটায় পানি পড়ে ওই জায়গার একটু পিছনেই সবাই দাঁড়িয়ে ফ্রেশ হয়েছিলো বেশিরভাগ ই।আমি এও জানি না যে,সকালে ফ্রেশ হওয়ার পর আর কেউ ওইখানে গিয়েছে কি না।মোদ্দকথা, আমি ঠিক ১০০℅ শিওর না যে ওইখানের নাপাক আদো পুরোপুরি গিয়েছে কি না।আরেকটা কথা বলে রাখি,আমার জামার খুবই সল্প অংশ ওই ফ্লোরে লেগেছিলো। (বিঃদ্রঃবর্তমানে ঘরে অনেক মানুষ সেই হিসাবে পানিও অনেক ব্যাবহার করা হয়েছে)প্রচুর মানষিক অশান্তি রয়েছি।এই নিয়ে আমার যে কতটা সময় অপচয় হয়েছে আল্লাহ ই ভালো জানে।
২.গোসল করতে গেলে নাপাক জায়গায় ধোয়ার পানিটা ফ্লোরে পড়ে।শরীর অন্যান্য অংশে বালতিতেও পড়ে।এই,পানি কি নাপাক?
৩.যেই সম্পদ কারোর ব্যাক্তিগত মালিকানাধীন নয়,সমষ্টিগত। এবং,সেই সম্পদ যার তত্তাবধানে রাখা হয়েছে আমি যদি শুধু তার অনুমতি নিয়ে উক্ত সম্পদ ব্যাবহার করি তাহলে আমার জন্য কি তা জায়েজ হবে?