আসসালামু আ'লাইকুম,
১.আজ ফজরের ওয়াক্ত শুরু হয় ৩ঃ৪৬ মিনিটে।খেতে খেতে সময় ভুলে গিয়েছিলাম। তারপর দেখি ৩ঃ৪৯ বাজে। মুখে যে খাবার ছিলো সেগুলো ফেলে দিয়ে কুলি করে ফেলি। আমি নফল রোজার রাখতে চেয়েছিলাম। এখন আমি কি রোজা রাখতে পারবো? নাকি আমার রোজা টা হবে না?
২।অনেক সময় হিজাব নিকাবের কানের পাশ দিয়ে চুল বের হয়ে যায় অজান্তেই। বাসার বাহিরে যদি এমন ১/২ টা চুল নিকাবের বাহিরে বের হয়ে থাকে তাহলে কি গুনাহ হবে?
৩.যোহরের নামাজ পড়তে পড়তে ৪ মিনিট পার হয়ে আসরের ওয়াক্ত শুরু হয়ে গেলে সে নামাজ কি কাজা করতে হবে?
৪.এশার ফরজ নামাজের শেষ বৈঠকে দরূদ শরীফ পড়ার পর আল্লহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবর এটা পড়তে গিয়ে ; ভুল করে ভেবেছি যে এটা বৈঠকে পড়তে হয়না,যতটুকু পড়েছি সেখানে থেমে সালাম ফিরিয়ে নিয়েছি তখনি।পুরা দোয়া পড়িনি।
পরে মনে হয়েছে যে - না, দোয়া তো পড়া যায় দরূদ শরীফের পর।
আসলে পিরিয়ডের জন্য নামাজ কিছু দিন না পড়ার কারনে গুলিয়ে ফেলেছিলাম
পরে এশার দুই রাকাআত নামাজ শেষে সাহু সিজদা দিয়ে নিয়েছি।
বিতরের নামাজ বাকি রেখে।কারন,বিতরের নামাজ তো এশার নামাজের অন্তর্ভুক্ত না।
আমার এশার নামাজ কি হয়েছে নাকি আবার পড়তে হবে?
৫.ফজরের ২ রাকাত সুন্নাত শেষে, ২ রাকাত ফরজ আদায়ের শুরুতে সানা পড়লে কি গুনাহ হবে?
৬.এশার নামাজে তাশাহুদ পড়ার পর দরুদ শরীফ পড়ার সময় অযূ ভেঙে যায় ,তারপর আমি বাকি নামাজ টা পড়িনি।আমার কি এই নামাজ হয়েছে নাকি কাজা করতে হবে?
৭.ফজরের নামাজ পড়া শেষ করে দেখি ২ মিনিট আগে ওয়াক্ত শেষ হয়ে গেছে। নামাজ টা কি আবার কাজা করতে হবে?