আসসালামু আলাইকুম
রাসুল সাঃ আঃ , সুদ আদান-প্রদান কারী, এবং এর সহায়তাকারী প্রত্যেকের উপর লানত করেছেন।
ইন্সুরেন্স জব কেমন?পরিবার বিয়ের জন্য পাত্র খুঁজছে।এদিকে ব্যাংকার,ইন্সুরেন্স জব হোল্ডার বা সুদ রিলেটেড কর্মের সাথে জড়িত প্রস্তাবই বেশি আসছে।পরিবারকে এ সম্পর্কে বুঝানো হলে তারা আগে কিছুটা বুঝলেও এখন আর বুঝতে চাচ্ছেনা।পরিবার একটি ছেলেকে পছন্দ করেছে,এবং তারা সেখান থেকে পিছু ফিরতে চাচ্ছেনা।কিন্তু মেয়ে এই প্রস্তাবে অনাগ্রহী কারণ জবটা সুদ রিলেটেড।এ ছাড়া মেয়ের আর কোন সমস্যা নেই। মেয়েটা কি তার সিধান্তে বাড়াবাড়ি পর্যায়ে আছে?ইসলাম তো কোন প্রকার বাড়াবাড়ি করাকে সাপোর্ট করেনা।এক্ষেত্রে কি করণীয় মেয়ে এবং তার পরিবারের?সুদী প্রতিষ্ঠানের প্রতিটা সেক্টর কি সুদ ভিত্তিক হয়ে যায় সাহায্য কারী হওয়ার কারনে???
উত্তর দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ
জাজাকাল্লাহ খইরন