জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম
(০১)
হাদীস শরীফে এসেছেঃ
قال جابر بن عبد الله رضي الله عنه : ” يَأْخُذُ الْأَبُ وَالْأُمُّ مِنْ مَالِ وَلَدِهِمَا بِغَيْرِ إذْنِهِ ، وَلَا يَأْخُذُ الِابْنُ وَالِابْنَةُ مِنْ مَالِ أَبَوَيْهِمَا بِغَيْرِ إذْنِهِمَا ” رواه ابن حزم في “المحلى” (6/ 385) ، وصححه.
জাবের রা. বলেন, “বাবা ও মা তাদের সন্তানের সম্পদ তার অনুমতি ছাড়াই নিতে পারে। কিন্তু ছেলে বা মেয়ে পিতামাতার সম্পদ তাদের অনুমতি ছাড়া নিতে পারবে না।” [আল মুহাল্লা ৬/৩৪৫]
বিস্তারিত জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
বাবা-মা বাচ্চাদের (বয়স ২-৩ বছর) টাকা ব্যবহার করে পরে ফেরত দিতে পারবে।
আপনি যদি সোনার বার ক্রয় করেন এবং দাম বেশি হলে পরে বিক্রি করেন। এটা যদি আপনি বাবা হোন,তাহলে তাহা গ্রহণযোগ্য।
এক্ষেত্রে profit তার জন্য রাখতে পারবেন বা আপনি নিজে রাখতে পারবেন।
(০২)
জমির যাকাত সংক্রান্ত নিম্নে আলোচনা করা হল :
(ক) জমি যদি বসবাস অথবা চাষাবাদের কাজে ব্যবহৃত হয় তাহলে সেই জমির কোন যাকাত আদায় করতে হবে না। বরং উক্ত জমি থেকে যে শস্য উৎপাদিত হবে তা নিছাব পরিমাণ হলে ওশরি জমিন হলে তার ওশর আদায় করতে হবে।
(খ) উক্ত জমি ভাড়ায় খাটানো হলে অথবা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে বিল্ডিং তৈরী করা হলে সেই জমির কোন যাকাত আদায় করতে হবে না। বরং তা থেকে অর্জিত নিছাব পরিমাণ অর্থ এক বছর অতিক্রম করলে শতকরা ২.৫০ টাকা হারে যাকাত দিতে হবে।
(গ) ব্যবসার উদ্দেশ্যে জমি ক্রয় করলে (সরাসরি উক্ত জমি বিক্রয় করে লাভ করার উদ্দেশ্য থাকলে) এবং তা এক বছর অতিক্রম করলে সেই জমির বর্তমান বিক্রয়মূল্য হিসাব করে শতকরা ২.৫০ টাকা হারে যাকাত দিতে হবে।
★প্রশ্নে উল্লেখিত জমিতে আপনার যেহেতু চাষাবাদের নিয়ত নেই।
বরং সরাসরি উক্ত জমি বিক্রয় করে লাভবান হয়ে ফ্লাট ক্রয়ের নিয়ত থাকায় এটি ব্যবসার নিয়তে ক্রয় বলা হবে।
বছর পূর্ণ হলে যাকাত আসবে।
(০৩)
আপনি জমি চাষাবাদ বা বর্গা দেয়ার নিয়তে ক্রয় করবেন।
তাহলে আর জমির উপর যাকাত আসবেনা।
(০৪)
না,এর কারনে আপনি শাস্তি পাবেননা।
আপনি নিশ্চিত থাকুন।
,
আপনার উপর যাকাত ফরজ হলে আপনি যেখানে ইচ্ছা, গরিব মিসকিনকে তাহা দিতে পারেন।
আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব,তাদেরকে সেই যাকাতের টাকা দিলে ছওয়াব আরো বেশি হবে।