আসসালামু আলাইকুম।
আমি আসলে ওয়াসওয়াসার আক্রান্ত। তালাকের ব্যাপারে জানার পর থেকে আমার আব্বু আম্মুর জন্য শুধু ভয় হয়।আগে আব্বু আম্মু কিছুদিন পর পর ই ঝগড়া করত, মাঝে মাঝে আব্বু বলত থাকতে না পারলে যাগা,আমার পোলাপান আমি পালতে, পারব। তুই না থাকলে আমার পোলাপান আর ও ভালো ভাবে মানুষ হইব।আবার কখনও কখনও শুধু বলত যে 'যাগা '।
এইগুলার দ্বারা কি তাদের বৈবাহিক সম্পর্কে ক্ষতি হবে?
আমি ত জানি না এ আব্বু তালাক এর নিয়তে বলেছি কিনা।
একবার আম্মুকে জিজ্ঞেস করি যে, আম্মু তোমারে যে আব্বু আগে যাগা যাগা বলত এইটা ডিভোর্স এর নিয়ত বললে কিন্তু হয়ে যাবে।
আম্মু বলে যে ডিভোর্স দিব কেন। আর তোর আব্বুরে পরে আস্ক করলে নাকি বলত যে এমনেই। (হয়ত রাগে বলত)
আবার এইরকম কিছু আব্বু এইগুলা বলার আগে বলত না আমার ফুপ্পুরে আমার ফুপু এইগুলা বলত আর আব্বুরে আইসা ফুপ্পু বিচার দিত, পরে এর পর থেকেই নাকি আব্বু ও আম্মুক এইভাবে বলত।
আর যদি আম্মু এই যাগা যাগা বার বার বলার দরুন রাগ করে নানু বাসায় যায় তাহলে কি কোন সমস্যা হবে? মুলত অভিমান থেকে বা কষ্ট থেকে।
আর এখন এইগুলা বলে না তবে আব্বু মাঝে মাঝে হাসতে হাস্তে বলে যে না পারলে যাওগা মুলত সিরিয়াস মুহহুত্ত্রে না এম্নি এমনি বলে।যখন আম্মি বিভিন্ন অভিযোগ করে এইটা অইটা নিয়ে।