১। এক ব্যক্তি সফরের দূরত্বের এক শহরে রোগী নিয়ে গেল। সে জানতো না যে তাকে আসলে কতদিন থাকতে হবে। সে কসর করছিল। ২/৩ দিন পর ডাক্তারের সঙ্গে দেখা হলো। ডাক্তার জানালেন অপারেশন করতে হবে এবং অপারেশনের পরে দুই সপ্তাহ বেড রেস্ট করতে হবে। সব মিলিয়ে আরো ১৬ দিনের মত থাকতে হবে বিধায় সে কসর বাদ দিয়ে পূর্ণ নামাজ পড়া শুরু করল। কিন্তু অপারেশনের পর দিন ডাক্তার জানালেন তোমরা ইচ্ছা করলে বাড়িতে গিয়েও বেড রেস্ট করতে পারো। তাই অপারেশনের এক সপ্তাহ পরে তারা বাড়িতে ফিরে আসার জন্য টিকিট করল। উক্ত ব্যক্তি আবারো কসর আরম্ভ করল।
- ক) এই দ্বিতীয়বার কসর আরম্ভ করা সঠিক হয়েছে কিনা জানতে চাই
- খ) যদি সঠিক না হয়ে থাকে সে ক্ষেত্রে এখন কি করনীয়? উল্লেখ্য ইতোমধ্যে সে ভুলে গেছে যে কতদিন এরূপ করেছিল।
২। একজনের বাড়ি বগুড়া ও কর্মস্থল কুষ্টিয়া। সে কুষ্টিয়ায় ভাড়া বাড়িতে থাকে। বদলি হলে কিংবা অন্য চাকরিতে যোগ দিলে সে কুষ্টিয়া ছেড়ে চলে যাবে।
- ক) সে যদি ছুটি কাটিয়ে কুষ্টিয়ায় ফেরে এবং এটা জানে যে, ৭ দিনের মাথায় তাকে ঢাকায় যেতে হবে, এই ৭ দিন সে কি মুসাফির থাকবে? নাকি মুক্বিম হবে?
- খ) ঢাকায় যাবার পথে সে যদি কুষ্টিয়া থেকে ৪০ কিঃমিঃ দূরে অবস্থিত ঈশ্বরদীতে ৩ দিন থাকে অতঃপর ঈশ্বরদী থেকে ১২৬ কিঃমি দূরে টাঙ্গাইলে ৩ দিন থাকে। অতঃপর ঢাকায় যায়, তাহলে তার কসর কি কুষ্টিয়া ছাড়ার পর আরম্ভ হবে নাকি ঈশ্বরদী ছাড়ার পরে?