আসসালামু আলাইকুম হুজুর। একজন বোনকে সাহায্য করুন। সে মারাত্মক ওয়াস ওয়াসায় ভোগে।
১। সে সন্দেহের বশে বলে দেখতে যায় আগে এভাবে কথা বলেছিল কিনা,,, সে ওয়াসওয়াসার জন্য একদিন বলে ফিসফিস করে "" নিজের উপর,,,, এইটুকু বলার পর সে,, তা**** শব্দটা শুধু জিহবা নাড়িয়ে বলে শব্দ না করে। এতে তার ঠোঁট জিহবা নড়ে থাকতে পারে কিন্তু তা*** এর স্পষ্ট শব্দটা তার কানে আসেনি। এতে কি তার উপর *** পতিত হয়ে যাবে??
দয়া করে তার প্রতি পরামর্শ দিন। সে এই অশান্তি থেকে বাচতে চায়।
২৷ তালাকের বিষয়ে সন্দেহ থেকে গেলে অর্থাত সে শব্দ করে বলেছিল কিনা ভেবে যদি তার প্রবল ধারণা যেদিকে যায় সেটা কে সত্যি ধরে নেয় তাহলে কি সমস্যা আছে?? ওয়াসওয়াসা থেকে মুক্তির জন্য যদি সে প্রবল ধারণা অনুযায়ী মনকে শান্ত করে,,,, কিন্তু যদি তার প্রবল ধারণা ভুল হয়ে থাকে তাহলে কি আল্লাহ মাফ করবেন??