আসসালামু আলাইকুম। আমার খালু ইন্সুইরেন্স কোম্পানী তে জব করে। আমাকে খালার বাসায় যেতে হবে মাস্ট কিছু কাজে,আমার জিনিসপত্র ওখানে আছে আনতে হবে, গিয়ে থাকতেও হবে। আবার প্রায়ই খালা বাসায় যেতে বলে যেহেতু আমি হলে থাকি, এখানে থাকা খাওয়া তে অসুবিধার জন্য। যেহেতু খালুর ইনকাম হারাম,আমার জন্য ওখানে খাওয়া হারাম হচ্ছে। এখন খালার দুজন সন্তান আছে। আমি যদি তাদের কোনো বই/খেলনা হাদিয়ে দিয়ে সেটাকে বিনিময় ধরে খালামণির বাসায় খাওয়া দাওয়া করি, আমার জন্য কি এটা জায়েজ হবে?
উল্লেখ্য, খালা বা খালু জানবে না যে আমি খাবারেএ বিনিময় হিসেবে হাদিয়া দিচ্ছি