১)এই ফরজ গোসল কালেমা পাঠের পরে করলেও তো সমস্যা হবে না, তাই না?
২) এই গোসলের আগে কি শরীরের নাপাক পরিষ্কার, মলমূত্র ত্যাগ এগুলো কি বাধ্যতামূলক?
৩) এর জন্য ঃ তাহলে বাংলা ভাষায়ও করা লাগবে না মুখে উচ্চারণ করে?
ক) শুধু মনে মনে করলেই হবে?
খ) গোসলখানায়ও মনে মনে বিবস্ত্র অবস্থায় নিয়ত করা যাবে?
গ) যদি ফরজ গোসলের আগে শরীরে এমনেই গোসল করে বা অন্যান্য কাজ যেমন ❝দুয়া করে, ❞ তাহলে কি ফরজ গোসলে কোনো সমস্যা হবে?
৪) হাতের নখের আশেপাশে আর ভিতরে যদি সাদা অংশ থাকে, ক)ঘষে তুল্লে উঠে,
খ)কিছু অংশ চামড়ায় লেগে থাকে,
ক আর খ উভয় ক্ষেত্রে কি ওযু গোসলে কোন সমস্যা হবে?
( সাদা অংশ টা হয়ত সাবান দিয়ে হাত ধুয়ার