বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/3411 নং ফাতাওয়ায় বলেছি যে,
চুল কাটা ও শরয়ী বিধি-বিধান।
চুল সম্পর্কে শরয়ী বিধান হচ্ছে,পরিবেশ ও পরিস্থিতি এবং আবহাওয়া সাথে সমতা রেখে বাবড়ি চুল ও চুলমুন্ডন,এ দু-থেকে যে কোনো একটিকে গ্রহণ করা যাবে,এতে কোনোপ্রকার বিধি-নিষেধ নেই।তবে বাবড়ি চুল রাখা সুন্নাত এবং চুল মুন্ডন করাও হানাফি মাযহাব মতে সুন্নাত,অর্থাৎ উভয়টিই সুন্নাত ।(ফাতওয়ায়ে রশিদিয়া)
সুপ্রি প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ফে'লী হাদীস এবং তাকরীরি হাদীসের মধ্যে যদি সংঘর্ষ না বাধে, তাহলে উভয়টিকেই মানা যায়।রাসূলুল্লাহ সাঃ বাবড়ি চুল সর্বদা রেখেছেন। এটা ফে'লী হাদীস।তাকরিরি হাদীস চুল মুন্ডানো।
উভয়টার মধ্যে সামঞ্জস্যতা সৃষ্টি সম্ভব।সুতরাং এখানে উভয়টিই মানা যাবে।উভয়টিকেই সুন্নত বলা যাবে।
(২)
বিয়ের পর স্বামী স্ত্রীকে সহবাস থেকে বাধা প্রদাণ করার অধিকার কারো নেই।
(৩)
না, উচিৎ হবে না। যেহেতু পর্দার সাথে হবে, তাই নাজায়েয হবে না।