আমার সেহরি করে ঘন্টা দুই পরে স্বপ্নদোষ হয়৷ বিছানায় হয়ত পাতলা প্রায় এক ইঞ্চি পরিমাণ নাপাক লাগে৷ আমি শুয়ে ছিলাম বিছানার একটা কোণে৷ পরে ঘুম ভাংলেই উঠে ফরয গোসল করে নি৷ ঘরে মশারি উঠানো হয়নি বা জানালা খোলা হয়নি৷ পরে এর আড়াই ঘন্টা পর আমি ঘরে ঢুকে দেখি, আমার ভাই মশারি খুলে দিচ্ছে৷ আমার নাপাক যে পাশে লেগেছে তার অপর দিক থেকে৷ দুই পাশের ঝুলানো দড়ি অলরেডি খুলে ফেলেছে৷ আর বিছানার মাঝখানে একটা বড় কোলবালিশ ছিল৷ যতদূর চোখ পড়ে সে মশারি খুলে দিলে কোলবালিশের উপরে পড়ে৷
সে তৃতীয় দড়ি খুলতে গেলে আমি বলি, আমি খুলছি৷ যাতে বিছানার নাপাক না লাগে৷ সে খুলেই দিয়েছিল, পরে আমি ধরে চার নম্বার দড়িসহ ধরে একসাথে মশারি সরিয়ে রাখি৷ মশারিতে নাপাক লেগেছে কিনা নিশ্চিত না৷ তখন এটা নিয়ে চিন্তা হয়নি৷ পরে এখন শুতে যেয়ে এটা নিয়ে দুঃশ্চিন্তা হচ্ছে৷
আমি খাটের সাথে মশারি গুজে একটা কোনে ঘুমায়, আর বিছানার মাঝে কোলবালিশ থাকে৷ স্বপ্নদোষের আড়াই ঘন্টা পরে সে মশারি খোলে অন্য পাশ থেকে আর সেটাকে আমি কোলবালিশের পরে পড়তে দেখেছি৷ নাপাকের পরে পড়েছে কিনা তখন দেখতে খেয়াল ছিল না, আবার তার কাছ থেকে চট করে কেড়ে নিয়ে উঠিয়ে রেখেছি৷ তাই এটা খেয়াল সম্ভব হয়নি। তাই ঠিক নাপাকে পড়েছে কিনা জানিনা৷ মশারিটাতে নাপাকি লেগেছে কিনা জানিনা, আর যদি সামান্য লাগে, তবে তা এতক্ষণে শুকিয়ে গেছে৷
১৷ আমার তীব্র ওয়াসওয়াসা থাকায় জানি ওয়াসওয়াসা হলে তার চিন্তা দূর করে দিতে হয়৷ সবমিলিয়ে আমি এটাকে মনের চিন্তা থেকে বাদ দিয়ে সাভাবিক ভাবে পাক ধরে মশারি টানাচ্ছি৷ এটা কি ঠিক আছে? তীব্র শুচিবায়ু সমস্যা থেকে সাভাবিকভাবে নিচ্ছি।
২৷ যদি ভেজা হাত দিয়ে মশারিটা ধরি তবে কি আবার নাপাক হয়ে যাবে! হাত ধুতে হবে? আমি তো নাপাকের ব্যাপারে সিওর না৷ আর মশারির কোথায় লেগেছে জানিনা।
৩৷ ওয়াশিং মেশিনে নাপাক কাপড় ধুয়েও কি পবিত্র হবে? আমাদের বাসায় নতুন ওয়াশি মেশিন আসছে, কাপড় ধোয়া টেস্টের জন্য আমার বিছানার চাঁদর আর আমার টি-শার্ট নিছে৷ মেশিনের ভিতরেই যেহেতু অটো কাপড় চিপড়ানো কাজ হয়৷ তাই একত্রে পবিত্র আর নাপাক কাপড় থাকলে সমস্যা হবে?
৪৷ ভাইয়াকে জিজ্জেস করলাম, এটা কয়বার কাপড় চিপড়ানোর অপশন দেয়া? বললো, এটাতে অটো সিলেক্ট অপশন দেয়া, মেশিন নিজে থেকে ঠিক করে পরিস্কার করতে কয়বার চাপা বা পানি বের করা লাগবে৷ আমরা জানি, নাপাক কাপড় তিনবার ধুতে হয়৷ কিন্তু এখানে যদি দুইবার ধোয়া হয়, আর মেশিন যদি সেটাকে পরিস্কার হিসেবে বের করে দেয়৷ তাও কি পবিত্র হবে?
যদিও এখন মা বলল, মেশিন তিনবার ময়লা পানি বের করছে৷ তাহলে তো আশা করি, পবিত্রতা এসে গেছে, তবে যদি কখনো দুইবার ধোয়, তাও কি পবিত্র হবে?