আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ,
শায়খ,
জানতে চাচ্ছি যে
১. কম্বাইন্ড কলেজে পড়া হারাম হলে মেয়েদের জন্য কি এটাই ভালো হবে না তা ছেড়ে দিয়ে দ্বীনি পড়াশুনায় মনোনিবেশ করা? (ছাত্রী আর্টসের, মেয়েদের ডাক্তার হওয়ার কোনো সুযোগ নেই)
২. অনেকে মহিলা কলেজে পড়তে চায়, মনে করে এটা জায়েজ, কিন্তু এখানেও তো পর্দার আড়াল ছাড়াই ইয়াং পুরুষ টিচাররা ক্লাস নেন। তাদের সাথে কথা বললে কণ্ঠের পর্দা, চলাফেরার পর্দা নষ্ট হয়। এটাকে জায়েজ ধরা হয় কিনা জানতে চাচ্ছিলাম!
৩. যতদিন কেউ (পুরুষ/নারী) কো-এডুতে পড়বে ততদিন কি তার উপর কবিরা গুনাহ বর্তাবে না? ছেড়ে দেওয়া মাত্র কি সে একটি হারাম থেকে দূরে চলে আসার কারণে সাওয়াবের ভাগীদার হবে না?