আসসালামু আলাইকুম।
১.জুনুবী অবস্থায় সেহেরী খেয়ে রোজার নিয়ত করি এবং আজানের পর ফরজ গোসল করি। ফরজ গোসল করার সময় গড়গড়া সহ কুলি করেছি এবং নাকের নরম স্থানে পানি দিয়েছি,এর কারনে পেটে পানি গিয়েছে কিনা আমি নিশ্চিত না তবে সন্দেহ কাজ করছে ।এমতাবস্থায় আমার কি রোজার কাজা এবং কাফফারা আদায় করতে হবে?
২.সেহেরির পরে গলায় অনেক সময় খাবার আটকে থাকে, পানি খেলেও যায় না। খক খক করলে বেরও হয়না..একইভাবে মেসওয়াক করার সময়ও মেসওয়াকের আশ গলায় আটকে থাকে হয়তো পরে পেটেও চলে যায় এমন হলে কি রোজা নষ্ট হয়ে যাবে?