আমার বয়স ২২+ বছর। আমার কোনো মেয়ের সাথে কোনো রকমের সম্পর্ক/যোগাযোগ ছিলো না! আর আমি কখনো এইসব নিয়ে ভাবতাম ও না কখনো। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। এবং রমজান মাসে কোর-আন শরীফ খতম ও দিতেছি, সবসময় ইসলামিক বিধান গুলি মেনে চলার চেষ্টা করি, আমল করি। মনে আল্লাহর ভয় ও আছে। কিন্তু রমজান মাসের শুরুতে ফেইসবুকে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, তারপর আমাদের পরিচয় বিনিময় হয়, মেয়েটি এই রমজান মাসের আগের হিন্দু ধর্ম ত্যাগ ইসলাম ধর্ম গ্রহণ করে, সে নব মুসলিম। এখন সে তার পরিবার ছেড়ে বড় বোনের বাসায় থাকে, বড় বোন মুসলিম এক ছেলেকে বিয়ে করে ফেলে। এখন আমার ও ওই মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায়, আস্তে আস্তে করে আমরা অনেক গভীরে চলে যায়, আমি সবসময় জানতাম ইসলামে বিয়ে আগে প্রেম ভালোবাসা হারাম কিন্তু শয়তনের ধোকায় পড়ে তার সাথে সম্পর্ক করে ফেলি। এখন আমাদের অডিও/ভিডিও কলে কথা হয়, আস্তে আস্তে এখন সেক্সুয়াল ব্যাপার নিয়ে কথা বলা শুরু হয়ে যায়, দুইজন ই অনেক উত্তেজিত হয়ে পড়ি, এক পর্যাযায়ে হস্তমৈথুন করে ফেলি, আর তাকে ভিডিও কলে দেখি। এখন আমার খুব খারাপ অভ্যাস হয়ে যাচ্ছে। আমরা দুইজন ই ব্যাপার টা বুঝতে পারি যে আমরা হারাম/পাপ কাজ করছি তাই আমরা দুইজন ই যোগাযোগ বন্ধ রাখি কিছুদিন, কিন্তু তারপর আবার আমাদের যোগাযোগ শুরু যায় আবার আগের মতো সব কিছু, এখন আমি আর সে অনেক তওবা করি তারপরও ঠিক ঠিক থাকতে পারি না! ভেবেছিলাম বিয়ে করে ফেলবো আমরা। কিন্তু আমার বড় ভাই বিয়ে করেনি উনার জন্য বউ দেখতেছে, আর মেয়ের জন্য ও মেয়ের দোলা ভাই পাত্র দেখেছেন, ঈদের পরে মেয়ে কে দেখতে আসবে। কিন্তু সে আমাকে বলে এসে বিয়ে করতে পারবে না! কিন্তু এখন আমি কি করবো বুঝতে পারছি না! এই রমজান মাসে আমরা অনেক পাপ করেছি! আল্লাহ্ মাফ করবেন আমাদের কে??
এখন আমার জানার ইচ্ছে হলো, আমি তার সাথে ভিডিও কলে কথা বলেছি, তার স্তন দেখেছি (বুঝে নিবেন) এখন আমি ছাড়া যদি তার যদি অন্য জায়গায় হয়ে হয়ে যায় তাহলে সে ক্ষেত্রে ইসলাম কি বলে??