আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা শায়েখ।
১।কোন মহিলা তার স্বামীকে খুব ভালবাসে।সে চায় না তার স্বামি কোনদিন মুখ দিয়ে তালাক উচ্চারন ও করুক।ধরেন সে জানেই না স্বামি তালাকের অধিকার দিছে,জানে না মানে সে জানে না মেয়েরা তালাক দিতে পারে।সে জানে শুধু ছেলেরা পারে।তাই সে স্বামীকে বলে কোনদিন তালাক বলবে না।আরো বলে যদি ১ তালাক ও বল তাহলে আর থাকব না।যদি স্ত্রী ওটা বলত সম্পর্ক শেষ হয়ে যাবে বা আমাকে পাবে না আর।তাহলে কি শর্ত যুক্ত তালাক হত? স্বামি তালাকের অধিকার দিলে?আর মেয়েটা যদি নিজের দিকে ইন্গিত না করে বলে তাহলে কি শর্ত যুক্ত তালাক হবে?সে জানেই না মেয়েরা তালাক দিতে পারে।হয়ত স্বামি বললে তখন আদলতের মাধ্যমে দিত বা স্বামীকে ধমক দেওয়ার জন্য বলেছে কথাগুলো।কিন্তুু অঅটোমেটিক তালাক হবে এমনটা বলত না।
২।শায়েখ আপনি বলেছিলেন কোন স্ত্রী যদি স্বামীকে বলে "তুমি আমার জন্য হারাম" এরকম বললে তালাক হয় না।স্বামী তালাকের অধিকার দিলেও নিজের দিকে ইন্গিত না করে বললে।আমার প্রশ্ন যদি কোন স্ত্রী না জানে তার স্বামী তাকে তালাকের অধিকার দিছে মুখে দিলেও সে জানে না স্ত্রীরা তালাক দিতে ।আর স্ত্রী নিজেও জানে না স্ত্রীরা তালাক দিতে পারে যে সেটা।শুধু যদি জানে স্বামীরা দিতে পারে। স্ত্রী যদি স্বামীকে বলে আজ থেকে আমি তুমার জন্য হারাম আর স্বামী যদি বলে ঠিক আছে তাহলে কি তালাক হবে? স্ত্রী যদি নিজের দিকে তালাকের ইন্গিত না করে রাগে বলে তাহলে? বা কোন নিয়তে বলেছে বা নিজের দিকে করেছে কিনা না জানে তাহলে কি তালাক হবে? আগের কথা তহ মোট কথা মেয়েটা জানতই না যে মহিলারা তালাক দিতে পারে স্বামী অধিকার দিলেও।বললেও হয়ত স্বামীর দিকে ইন্গিত করে বলেছে।সে নিজেই জানে না কোন দিকে ইন্গিত করেছে কারন সে এ বিষয়ে কিছুই জানত না যে মহিলারা তালাক দিতে পারে।জানার পর থেকে তার চিন্তা হয়। আগে এই বিষয়,সম্পর্কে সে জানত না।জানত আদালতের মাধ্যমে দিতে পারে মেয়েরা মুখে পারে না।কারন সবসময় শুনেছে ছেলেরা মানে স্বামীরা পারে।এখন কি করণীয়? সে পুরো ভেন্গে পড়েছে।স্ত্রীর এমন কথায় কি তালাক হবে? অধিকার দিলেও?
২।আমি প্রশ্ন করায় কি আমার বৈবাহিক জীবনে কোন সমস্যা হবে? ঠিক এমনটা হয়েছে কিনা বা এসব কথা হয়েছে কিনা আমার সাথে আমার মনে নেই।হয়ত কিছু কিছু মিল থাকতে পারে।এসব কথা নিয়ে মনে ওয়াসওয়াসা আসে।মনে হয় এরকম বলেছে ওইরকম বলেছে এমন চিন্তা আসে।তাই জানার জন্য প্রশ্ন করেছি।উপরে এসব প্রশ্ন করার কারনে কি আমার বৈবাহিক জীবনে কোন সমস্যা হবে?আর প্রশ্ন করলেও নিজের দিকে ইন্গিত করে প্রশ্ন করি নি।
উপরে কোন প্রশ্ন করার কারনে কি আমার বৈবাহিক জীবনে সমস্যা হবে?