বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
জুমুআর নামায কায়েম করার ৬টি শর্তের একটি শর্ত হল,জামাত হওয়া তথা ইমাম ব্যতীত কমপক্ষে তিনজন উপস্থিত থাকা।
যে সমস্ত স্থানে জুম্মার শর্ত সমূহ বিদ্যমান থাকার কারণে অতীত থেকে জুম্মার নামায হয়ে আসছে, তারা যদি বর্তমানে জুম্মার নামায পড়তে না পারেন।তাহলে যোহরের নামাযকে পৃখক পৃথক ভাবে আদায় করে নেবেন।
আর যে সমস্ত এলাকায় জুম্মার শর্ত সমূহ অনুপস্থিত থাকায় অতীত থেকে জুম্মার নামায প্রচলিত নয়,সে সকল স্থানে বর্তমানে জুম্মার স্থলে যোহরের নামায জামাতের সাথে পড়া যাবে।বিস্তারিত জানুন-
1772
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জুম্মার নামায যদি সঠিকভাবে আদায় না হয় সেক্ষেত্রে পরবর্তীতে দোহরায়ে আদায় করার সময় ওই দিনের যোহরের নামায আদায় করতে হবে।কেননা জুমুআহ ওয়াজিব নামায।যা ফরযের স্থলাভিষিক্ত হয়।কিন্তু এটা দুর্বল ওয়াজিব।তাই এর কা'যা নেই।সুতরাং দোহরানোর সময় জোহরকে দোহড়াতে হবে।