বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
অর্থ বুঝে হোক না বুঝে হোক, ইস্তেগফার করলে অবশ্যই এর সওয়াব পাওয়া যাবে।হ্যা অর্থ বুঝে জিকিরের মধ্যে এবং অর্থ না বুঝে জিকিরের মধ্যে অনেক তফাৎ রয়েছে।
সুতরাং অর্থ বুঝে ইস্তেগফারের জিকিরের সমতুল্যা ঐ জিকির হবে না, যেই জিকির অর্থ না বুঝে করা হবে। তাই সবার জন্য উচিৎ অর্থ বুঝেই ইস্তেগফার করা।
আল্লাহ তা'আলা বলেন,
كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِّيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ
এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে।(সূরা সোয়াদ-২৯)
দেখুন আল্লাহ কুরআনের অর্থকে অনুধাবন করার ও বুঝার কথা বলতেছেন।হ্যা, না বুঝে তিলাওয়াত করলে তো তিলাওয়াতের সওয়াব পাওয়া যাবে, কিন্তু কুরআন থেকে বুঝে নিয়ে ব্যাপক ফয়দা অর্জনের তো হল না।
ঠিকতেমনি, অর্থ না বুঝে ইস্তেগফার করলেও একেবারে বৃথা যাবে, এমনটা তো বলা যাবে না।কেননা আল্লাহ ইস্তেগফারের কথা বলছেন, আর ঐ ব্যক্তিতো ইস্তেগফার শব্দ মুখ দ্বারা আওড়াচ্ছে।