ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
أَبُوْ حَنِيْفَةَ: عَنْ عَطَاءٍ، عَنْ يُوْسُفَ بْنِ مَاهِكَ، عَنْ أَبِيْ هُرَيْرَةَ ، أَنَّ رَسُوْلَ اللهِ قَالَ: ثَلَاثَةٌ جِدُّهُنَّ وَهَزْلُـهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ.
ইমাম আবু হানিফা আতা থেকে, তিনি ইউসূফ ইবনে মাহেক থেকে, তিনি আবু হোরায়রা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) এরশাদ করেন, তালাক, নিকাহ ও রাজায়াত এই তিনটি এমন বস্তু যে, এগুলোর বাস্তব তো বাস্তবই এবং কৌতুকও বাস্তব। (অর্থাৎ এগুলো কৌতুক করে বললেও বাস্তবায়ন হয়ে যাবে।)(দারেকুতুনী, ৩/২৫৭/৪৭)।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
কেউ যদি ঠাট্টা করে তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয়,তাহলে তালাক পতিত হয়ে যাবে। সে এ সম্পর্কে অবগত থাকুক বা না থাকুক, তালাক পতিত হয়ে যাবে।