আসসালামু আলাইকুম
আমার স্বামী সৎভাবেই জীবনযাপন করে আলহামদুলিল্লাহ। কিন্তু একেবারে পরিপূর্ণ ইসলাম পালন করেনা,যেমন ফেসবুকে ফানি ভিডিও দেখে,ইসলামিক শাসনএর তুর্কি সিরিজগুলা দেখে।এছাড়া দাড়ি ক্লিন শেভ না করলেও এক মুষ্ঠি পরিমান রাখেনা,টাখনুর উপর পোশাক পরেনা।অর্থাৎ নামাজ কালাম পড়ে,রোজা রাখে,সৎভাবে রোজগার করে।আর কোন বদ নেশাও নেই।
কিন্তু আমি চাই আমরা একদম পরিপূর্ণ ইসলামিক চলাফেরা করবো।তাই আমার স্বামীকে এসবের জন্য নিষেধ করলে ও সৎকাজের আদেশ দিলে আমাদের মধ্যে তর্কাতর্কি হতে হতে এক পর্যায়ে ঝগড়া বেধে যায়।আমি অনেক সময় অনেক ভাবে বুঝিয়েও কাজ হয়না,সে বলে আমি তো ভালোভাবেই চলি,অর্থাৎ নিজের গুনাহ গুলোকে গুনাহ ভাবতে চায়না।এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমি তাকে এসবের আদেশ ও নিষেধ করলেই ঝগড়া বেধে যায়,তাই আমি চুপ করে থাকি।কিন্তু আমার খুব ঘৃণা হয় তার উপর।এভাবে ভালোবাসা টা কমে যাচ্ছে।একইসাথে তাকে এসবের কারনে নিষেধ করতে না পারা ও অন্যদিকে তাকে মন থেকে ভালোবাসা আমার জন্য কষ্টকর লাগে।
এখন আমি কি করবো?আমার কি করা উচিত?