আমার শর্তযুক্ত তালাক নিয়ে ওয়াসওয়াসা রয়েছে। কোন কাজের উপর মনে মনে শর্ত চলে আসতো। একটা ঘটনা বলিঃ-
আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি ঘর ভাড়া পরিশোধ করার জন্য মায়ের কাছ থেকে টাকা নেই তাহলে শর্তযুক্ত তালাক হয়ে যাবে।
এরপর, আমি একজন মুফতি হুজুরকে জিজ্ঞেস করেছি, "আমি কি সতর্কতা হিসেবে টাকা নেওয়ার জন্য বিরত থাকব?"
উনি উত্তর দিয়েছিলেনঃ যেহেতু এই কাজের উপর আপনার শর্তযুক্ত তালাক মনে হচ্ছে তাই ঘর ভাড়ার টাকা মায়ের কাছ থেকে নিবেন না।
আমার পশ্ন হচ্ছে, আমি যদি মায়ের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে পরিশোধ করি তাহলে কি শর্তযুক্ত তালাক হয়ে যাবে? হুজুর যেহেতু সতর্কতা হিসেবে নিতে নিষেধ করেছেন তাই ভয় হচ্ছে।
বি দ্রঃ আমার বেশ কিছু কাজের উপর এমন শর্ত চলে আসতো। এখন মায়ের কাছ থেকে ভাড়া পরিশোধ করার ব্যাপারে আমি শর্তযুক্ত তালাক দিয়েছি কি না - বুঝতে পারছি না। তবে, না দেওয়ার সম্ভবনা অনেক অনেক বেশি। তবুও, ভয় হচ্ছে যে উচ্চারণ করে বলে ফেললাম কি না?
আবার সেই মুফতি হুজুরও সম্ভবত আমাকে বলেছিলেন টাকা নিলেও কোন সমস্যা হবে না। কি করবো আমি,?