আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
279 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)

আসসালামু আলাইকুম,
প্রশ্ন-১ঃ সাহরি খাওয়ার সময় কেউ যদি মদ খায় তাহলে কি তার রোজা হবে?
কেউ খেলে সে কি এখন ইফতার পর্যন্ত অপেক্ষা করবে? নাকি সে রোজা ভেঙ্গে ফেলবে?

প্রশ্ন-২ঃ সাহরি খাওয়ার সময় কেউ সিগারেট খায় তাহলে কি তার রোজা হবে?
কেউ খেলে সে কি এখন ইফতার পর্যন্ত অপেক্ষা করবে? নাকি সে রোজা ভেঙ্গে ফেলবে?

প্রশ্ন-৩ঃ সাহরি খাওয়ার সময় কেউ পান এবং জর্দা খায় তাহলে কি তার রোজা হবে?
কেউ খেলে সে কি এখন ইফতার পর্যন্ত অপেক্ষা করবে? নাকি সে রোজা ভেঙ্গে ফেলবে?

প্রশ্ন-৪ঃ মদ/বিড়ি/সিগারেট/পান/জর্দা ইত্যাদি বা অন্য হারাম পদার্থ খেয়ে ওযু করলে কি ওযু হবে?

প্রশ্ন-৫ঃ ওযু করার পরে কেউ যদি  মদ/বিড়ি/সিগারেট/পান/জর্দা ইত্যাদি বা অন্য হারাম পদার্থ খায় তাহলে কি ওযু
ভেঙ্গে যাবে?
এই অবস্থায় কি মসজিদে নামাজ পড়তে যেতে পারবে? 

1 Answer

0 votes
by (678,880 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


রোযা বলা হয়,রোযার নিয়তে সুবহে সাদিক থেকে  নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া,পানাহার,সহবাস থেকে বিরত থাকা।
যদি কেহ কেহ হারাম বস্তু দিয়ে সাহরি/ইফতার করে,তাহলে এতে তার রোযা শুদ্ধ  হয়ে যাবে,তবে হারাম জিনিস খাওয়ার গুনাহ হবে।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

 وَ کُلُوۡا وَ اشۡرَبُوۡا حَتّٰی یَتَبَیَّنَ لَکُمُ الۡخَیۡطُ الۡاَبۡیَضُ مِنَ الۡخَیۡطِ الۡاَسۡوَدِ مِنَ الۡفَجۡرِ۪ ثُمَّ اَتِمُّوا الصِّیَامَ اِلَی الَّیۡلِ ۚ وَ لَا تُبَاشِرُوۡہُنَّ وَ اَنۡتُمۡ عٰکِفُوۡنَ ۙ فِی الۡمَسٰجِدِ ؕ تِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ فَلَا تَقۡرَبُوۡہَا ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ اٰیٰتِہٖ لِلنَّاسِ لَعَلَّہُمۡ یَتَّقُوۡنَ ﴿۱۸۷﴾

আর তোমরা পানাহার কর যতক্ষণ রাতের কালোরেখা থেকে উষার সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রকাশ না হয়। তারপর রাতের আগমন পর্যন্ত সিয়াম পূর্ণ কর। আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাদের সাথে সংগত হয়ো না। এগুলো আল্লাহর সীমারেখা। কাজেই এগুলোর নিকটবর্তী হয়ে না। এভাবে আল্লাহ তার আয়াতসমূহ মানুষদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা তাকওয়ার অধিকারী হতে পারে।
(সুরা বাকারা ১৮৭)

কুদুরী গ্রন্থে আছেঃ 
والصوم هو الإمساك عن الأكل والشرب والجماع نهارا مع النية ۔ (کتاب الصوم )
সারমর্মঃ
রোযা বলা হয়,রোযার নিয়তে সুবহে সাদিক থেকে  নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া,পানাহার,সহবাস থেকে বিরত থাকা।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
সাহরি খাওয়ার সময় কেউ যদি মদ খায় তাহলে তার রোযা হবে।
রোযা ভেঙ্গে ফেলা জায়েজ হবেনা।
তবে তার মদ খাওয়ার গুনাহ হবে।

(০২)
সাহরি খাওয়ার সময় কেউ যদি সিগারেট  খায় তাহলে তার রোযা হবে।
রোযা ভেঙ্গে ফেলা জায়েজ হবেনা।
তবে তার সিগারেট খাওয়ার গুনাহ হবে।

(০৩)
রোযা হয়ে যাবে।
কোনো সমস্যা নেই।

পান জর্দা বিষয়ক উলামায়ে কেরামদের মাঝে মতবিরোধ রয়েছে। 
অনেকের নিকট এটি খাওয়া জায়েজ,সেক্ষেত্রে উল্লেখিত ছুরতে রোযাদারের কোনো গুনাহ হবেনা।

(০৪)
হ্যাঁ অযু হবে।

(০৫)
এতে অযু ভেঙ্গে যাবেনা। 
এমতাবস্থায় মসজিদে নামাজ আদায় করতে যেতে পারবে।
তবে মুখে দূর্গন্ধ থাকলে মসজিদে যাওয়া মাকরুহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 116 views
0 votes
1 answer 139 views
0 votes
1 answer 81 views
...