আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আজকে ফেসবুকে স্ক্রল করার সময় হঠাৎ একটা ফানি ভিডিও আসে,ওই ভিডিওতে লেখা ছিল Lie detector.ওই ভিডিওটা এমন ছিল যে ওই লাই ডিটেক্টর মেশিনটা মানুষ যাই বলবে সেখানে থেকে সে সত্য মিথ্যা পার্থক্য করে দিতে পারে।মানুষ যদি তার সম্পর্কে মিথ্যা বলে ওই লাই ডিটেক্টর মেশিনটা সেটা একটা সাউন্ড-এর মাধ্যমে বলে দিচ্ছে।
আমি কোনো কিছু বুঝতে না পেরে ওইটা দেখা শুরু করেছিলাম।প্রথমে ভাবছি হয়ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে হয়ত বলতেছে।পরে মনে হল এই ভিডিওটা মজা করার জন্য বানিয়েছে।কিন্তু ততক্ষণে আমিও মজা নিয়েই ভিডিওটা দেখছিলাম। পরে যখন মনে হল এইটা তো গায়িবের সাথে সম্পর্কিত, তখন তাওবা করেছি।
১.এখন আমার প্রশ্ন হল,আমার কি ৪০ দিনের নামায কবুল করা হবে না? যেহেতু রমাদানের শেষ দশক চলছে,আমি যদি এখন রাত জেগে ইবাদত করি তাহলে তো আমার ইবাদত কবুল হবেনা।
২. ওই হাদিসে কি শুধু ৪০ দিনের সালাতের কথা বলা হয়েছে নাকি অন্যান্য ইবাদতের কথা যেমন সাওম,হাজ্জ ইত্যাদির কথাও বলা হয়েছে?