আসসালামু আলাইকুম। আমার দাঁত ছোট বেলায় উঁচু ছিল না। জিহ্বা দিয়ে জেগে থাকা অবস্থায়, ঘুমের মধ্যে দাঁত ঠেলতে ঠেলতে উঁচু হয়ে গেছে। এখন সামনের দিকের কয়েকটা দাঁত বেঁকে উঁচু হয়েছে বিধায় ফাঁকা স্থানটা চুম্বকের মত সারাক্ষন অনুভুত হয়। অধিকন্তু, আরবি পড়ার সময় আমার মনে হয় আমি যেন সামনের (উপরের) সারির দাঁতের সাথে নীচের সারির দাঁতের বেশ ফাঁকা থাকার দরুন, ج , ز, ظ, অক্ষরসমুহ সঠিকভাবে উচ্চারণে অসুবিধা হয় (যখন এই অক্ষরগুলো কোন শব্দ গঠন করে, ওই শব্দগুলোতে এই অক্ষরগুলোর উচ্চারণে অসুবিধা হয়)। আমাকে দাতের কারণে খারাপও দেখায়। আমি কর্মক্ষেত্রে এটা নিয়ে বেশ হীনমন্যতায় ভুগি। প্রায়ই নিজের উপর বেশ রাগ হয়, কেন আমি আমার দাঁত সারাক্ষন জিহ্বা দিয়ে ঠেলতাম - এই ভেবে? আমার দাঁত উঁচু হওয়া জন্মগত নয়। আমার জিহ্বা দিয়ে জেগে থাকা অবস্থায়, ঘুমের মধ্যে দাঁত ঠেলার অভ্যাসের কারণে। এখন এটা সোজা করা কি যায়েজ?