1)স্বামী বা স্ত্রী যদি মুখে বলে তোমাকে ডিভোর্স দিলাম, তোমার ঘর করবো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দিলাম, তাইলে কি তালাক হবে??? 
তালাক হতে হলে কি " তালাক"শব্দটাই উচ্চারণ করতে হবে??? যদি বলে ডিভোর্স দিলাম তাইলে কি তালাক হবে??? 
2) আমার এক ভাইয়ের প্রশ্ন: আমি একটা মেয়েকে ভালোবাসি। কিন্তু এটা হারাম বিধায় আমরা বিয়ে করে ফেলতে চাচ্ছি। এখন মেয়েও রাজি।কিন্তু মেয়ের ফ্যামিলি এবং আমার ফ্যামিলি ধার্মিক না হওয়ায় তাদের কাছে  এসব হালাল হারাম বিষয় না।তারা আমাদের সম্পর্ক মেনে নিলেও  এখন বিয়ে দিতে চাচ্ছে না । ছাত্রঃ অবস্থায় বিয়ে দিতে ইচ্ছুক না তারা।  এখন আমি আর আমার হবু বউ চাচ্ছি দুইজন হানাফী মাযহাব মতে বিয়ে করে ফেলতে। 
পড়ে যখন ফ্যামিলি থেকে বিয়ের জন্য বলবে তখন শুধু ফ্যামিলি কে খুশি করার জন্য কবুল বলবো।
 
এই কাজ করলে কি গুনাহ হবে???ইসলাম কি বলে? আমরা কিন্তু আগেই বিয়ে করে ফেলবো।পড়ে 2 / 3 বছর পর ফ্যামিলির সামনে আবার কবুল বলবো (  বিচ্ছেদ ও করবো না) 
 
3) উত্তেজিত হয়ে লিঙ্গ দাড়ায় থেকে যদি প্যান্টের ঘষায় ( অনিচ্ছাকৃত) ঘষায় বীর্য বের হয়ে যায়( মজী না) তাহলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? 
রোজা ভঙ্গ হলে কি কাফফরা দেয়া লাগবে?
 
4) স্ত্রীর স্তনের ঘর্ষনের ফলে যদি বীর্য বের করি তাহলে কি টা হস্তমৈথুনের কাতারেই পড়বে? 
 
5) হাদীসে কি বলা আছে ইহুদীরা মসজিদুল আকসা দখল করে নিবে?/ আকসা ভেঙে ফেলবে/
 
6) আমার এক বন্ধু সুস্থ ভাবে হাঁটতে পারে কিন্তু খালি হাঁটু ভাঁজ করতে পারে না। হাঁটু ভাঁজ করে রাখলে রক্ত জমাট বেঁধে যায় ।এর ফলে কিছুদিন পুরো বেড rest থাকা লাগে।
এখন আমার প্রশ্ন হলো এমন অনেকে আছে যারা হাঁটতে পারে, খেলাধুলা করতে পারে, কিন্তু হাঁটু ভাঁজ করতে পারে না। তাইলে তাদের নামাজের নিয়ম টা কি হবে???? চেয়ারে কতটুকু বসে পড়বে??????????