بسم الله الرحمن الرحيم
জবাব,
https://www.ifatwa.info/9190 নং ফাতওয়াতে
উল্লেখ করা হয়েছে যে, ইসলামি রাষ্ট্রর জন্য ওয়াজিব
যে, রাস্তার পাশে ও বাস/রেল ষ্টেশনে নারী পুরুষের জন্য পৃথক পৃথক
নামাযের স্থান বা মসজিদ নির্মাণ করে দিবে। সাথে সাথে নারীদের জন্যও ওয়াজিব যে,তারা নামাযের
ওয়াক্তকে বিবেচনা করে ঘরের বাইরে বের হবে।
যদি কখনো
ঘরের বাহিরে থাকাবস্থায় নামাযের সময় হয়ে যায়,তাহলে নির্জনে পবত্রতা অর্জন
ও নামায পড়া যায়, এমন কোনো স্থানের তালাশ করতে
হবে। সাথের মাহরামকে নিয়ে নামাযের শেষ ওয়াক্ত পর্যন্ত নির্জন স্থানের তালাশে লেগে থাকতে
হবে। নিরাপদ স্থান দেখে কোনো বাসা বাড়িতে নামাযের জন্য উঠতে হবে।এবং তথায় পর্দার সাথে
অজু ও নামায পড়তে হবে। এই চেষ্টা নামাযের শেষ ওয়াক্ত পর্যন্ত করতে হবে।
যদি শতচেষ্টার
পরও কোনো মহিলা পর্দা সম্মত অজু ও নামাযের স্থান না পায়। এবং তখন অজুর তুলনায় তায়াম্মুমকে
পর্দার জন্য সুবিধাজনক মনে হয়, তাহলে মহিলা তায়াম্মুম করে
নামাযকে আদায় করে নিবে। যেহেতু পর্দা সম্মত নামাযের ব্যবস্থার চেষ্টা সে শেষ ওয়াক্ত
পর্যন্ত করেছে, তাই তায়াম্মুম দ্বারা আদায়কৃত ঐ নামাযকে
আর দোহড়াতে হবে না। বরং তা যিম্মা থেকে আদায় হয়ে যাবে।
কিন্তু
যদি কেউ পর্দার সাথে অজু ও নামায পড়ার চেষ্টা ব্যতীত ওয়াক্তের প্রথমেই তায়াম্মুম করে
নেয়,এবং ঐ তায়াম্মুম দ্বারা নামায আদায় করে নেয়, তাহলে এই
তায়াম্মুম দ্বারা আদায়কৃত নামাযকে পানি দ্বারা অজু সহ আবার পূনরায় আদায় করতে হবে।
*যদি গন্তব্যে পৌঁছে নামাজ আদায় করা সম্ভব না
হয়, অথবা যানবাহনটি
এমন কোথাও না দাঁড়ায় যেখানে পানি দ্বারা অযু করে নামায আদায় করা সম্ভব, তবে এমতাবস্থায় গাড়িতে পানিতে পানির ব্যবস্থা
না থাকলে মাটি জাতীয় বস্তু দ্বারা তায়াম্মুম করে নামায পড়া জায়েজ আছে।
قوله تعالى-وَإِن كُنتُم مَّرْضَى أَوْ عَلَى
سَفَرٍ أَوْ جَاء أَحَدٌ مِّنكُم مِّن الْغَآئِطِ أَوْ لاَمَسْتُمُ النِّسَاء
فَلَمْ تَجِدُواْ مَاء فَتَيَمَّمُواْ صَعِيدًا طَيِّبًا (سورة المائدة-6)
অর্থ যদি তোমরা রুগ্ন হও, অথবা সফরে থাক অথবা
তোমাদের কেউ প্রসাব-পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস কর, অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম
করে নাও-অর্থাৎ, স্বীয় মুখ-মন্ডল
ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেল।
প্রশ্নকারী প্রিয় দ্বীনী ভাই/বোন!
প্রশ্নেল্লিখিত ছুরতে আপনার জন্য প্রথমেই অজুর পরিবর্তে
তায়াম্মুম করা জয়েয হবে না । বরং আপনার জন্য উচিত যে, এমন পাবলিক প্লেসে নিজের স্বামী
বা মাহরাম বা অন্যকোন মহিলাকে আপনার সামনে এমনভাবে দাঁড় করাবেন যেন কোন পরপুরুষের
দৃষ্টি আপনার প্রতি না পড়ে এবং আপনি এই অবস্থায় অজু করে নিতে পারেন।
আর যদি
তাও সম্ভবপর না হয় তাহলে নামাজের শেষ ওয়াক্ত পর্যন্ত পর্দার
সাথে অজু করা যায় এমন স্থান তালাশ করতে থাকবেন। যদি শতচেষ্টার পরও কোনো
মহিলা পর্দা সম্মত অজু ও নামাযের স্থান না পায়। এবং তখন অজুর তুলনায় তায়াম্মুমকে পর্দার
জন্য সুবিধাজনক মনে হয়, তাহলে মহিলা তায়াম্মুম করে
নামাযকে আদায় করে নিবে। যেহেতু পর্দা সম্মত নামাযের ব্যবস্থার চেষ্টা সে শেষ ওয়াক্ত
পর্যন্ত করেছে, তাই তায়াম্মুম দ্বারা আদায়কৃত ঐ নামাযকে
আর দোহড়াতে হবে না। বরং তা যিম্মা থেকে আদায় হয়ে যাবে।