আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
155 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (30 points)
আসসালামু ওলাইকুম।

১ মহান আল্লাহর হুকুমে ঐ শনিবার দিনই নদী বা সাগর তীরে অনেক বেশী মাছ আসতো।
দাউদ (আঃ)-এর নিষেধাজ্ঞা অমান্য করে তারা শনিবার দিন কৌশলে নদীর তীরে গর্ত খনন করে তার মধ্যে জাল, রশি ও ঝোপ-ঝাড় ফেলে রাখতো যাতে করে তারা বেশী মাছ শিকার করতে বা ধরতে পারে।
ফলে শনিবার দিন ঐ সব মাছসমূহ তাদের পাতানো ফাদে পড়তো এবং তারা রবিবার দিন রাতে ঐ সব মাছ ধরে নিতো।এতে আল্লাহর আযাব আসল।

২ জরিমানা করা ইসলামে হারাম।স্কুলে না আসলে জরিমানা করা পরিবর্তে নাম কেটে দিয়ে পুনরায় ভর্তি ফি আদায় করা জায়েজ কিভাবে হয়?

৩ যাকাতের টাকা একবছর হওয়ার আগে স্বামী তার নিসাব পরিমাণ সম্পদ স্ত্রী কে দিয়ে দেয়।আবার স্ত্রী নিসাব পরিমাণ সম্পদ একবছর হওয়ার আগে স্বামী কে দিয়ে দেয়।এতে কি যাকাত ফরয হবে?আর এটি করা কি কিরূপ?

উপরিউক্ত ঘটনাগুলোর পার্থক্য বললে উপকৃত হতাম।

জাজাকাল্লাহ খাইরান

1 Answer

0 votes
by (681,640 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
এটি মহান আল্লাহর স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্যের কারনে হারাম কাজ।

(০২)
ভর্তির সময়েই যদি উক্ত প্রতিষ্ঠানের এটি নিয়ম করে দেয় যে প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করলে প্রতিষ্ঠান তার ভর্তি বাতিল করে দিতে পারে।
তাহলে এটে জেনে বুঝে সেখানে ভর্তি হওয়ার পর কর্তৃপক্ষ যদি এভাবে তার ভর্তি বাতিল করে দিয়ে পুনরায় ভর্তির টাকা নিয়ে ভর্তি করে দেয়,তাহলে তো এটি ঐ ছাত্রের মেনে নেয়া শর্তামাফিকই হয়েছে।
সুতরাং এখানে সমস্যা দেখছিনা।     

(০৩)
প্রশ্নে উল্লেখিত যাকাত থেকে বাঁচার জন্য কৌশল বা হিলা করা হারাম ও নাজায়েয।

 এটি প্রকারন্তরে আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার শামিল। আর আল্লাহকে ধোঁকা দেওয়া মুনাফিকদের কাজ। 

কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ

‘তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে। অথচ তারা নিজদেরকেই ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না।’ [সূরা বাকারা, আয়াত: ৯]

★যাকাত থেকে বাঁচার জন্য প্রশ্নে উল্লেখিত হিলা করার কারনে যদিও তার উপর সেই বছর যাকাত ফরজ হবেনা,তবে অত্যাধিক প্রয়োজন ছাড়া এমনটি করার দ্বারা কঠিন গুনাহ হবে।
যাকাত থেকে বাঁচার জন্য এহেন কাজ খুবই ভয়ানক ও আল্লাহ তায়ালার আজাব কে দাওয়াত দিয়ে ডেকে আনার নামান্তর।
ইহা থেকে সর্বাবস্থায় বাঁচা জরুরি। 
যাকাত আদায়ের দ্বারা সম্পদের মধ্যে বরকত হয়। কমতি হয়না।
তাই পূর্ণ মর্যাদা আর গুরুত্বের সাথে যাকাত দেয়া উচিত।

আল্লাহ তাআলা বলেন-

خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَ تُزَكِّیْهِمْ بِهَا وَصَلِّ عَلَیْهِمْ ؕ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ ؕ وَ اللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ۱۰۳

‘তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন এবং আপনি তাদের জন্য দুআ করবেন। আপনার দুআ তো তাদের জন্য চিত্ত স্বস্তিকর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’-সূরা তাওবা : ১০৩

وقال العلامۃ العینی رحمہ اللہ تعالی:وأما الاحتیال لإبطال حق المسلم فإثم وعدوان.
(عمدۃ القاری:34/469)
সারমর্মঃ
বান্দার হক বাতিল করার জন্য হিলা করা গুনাহ ও শত্রুতা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...